আমাদের কথা খুঁজে নিন

   

আইরিন খান বিতর্ক

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

আইরিন খান প্রথম একজন মুসলমান, প্রথম বাংলাদেশী, প্রথম এশীয় যিনি কিনা এ্যামেনেষ্টি ইন্টারন্যাশানালের মত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষপদ নিযুক্ত। এই প্রতিষ্ঠানটি আমেরিকার প্রেসিডেন্ট বুশ সহ আরো কয়েকজন আমেরিকান প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করার আহ্বান জানিয়েছে। চীন, রাশিয়ার ক্রিটিশিজমের সম্মুখীন হতে হয়েছে এই প্রতিষ্ঠানটিকে। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আইরিন খান যখন তার মতামত ব্যক্ত করছিলেন তখন একজন ব্লগারের কিছুটা অপ্রাসংগিক বিষয়বস্তুর অবতারনা করে তাকে অভিযুক্ত করার প্রয়াসটি সময়ের বিচারে মোটেও যুক্তিযুক্ত নয়। ভুললে চলবেনা তিনি নিজেও ছিলেন পাকিস্তানীদের অত্যাচার অবিচারের সাক্ষী।

এটা তার নিজের দেশও বৈকি। তাই দেশের যুদ্ধাপরাধীদের প্রতি আরও সব বাংলাদেশীদের মত ঘৃনাবোধ থাকাটাও স্বাভাবিক। যদি উক্ত ব্লগারের পোষ্টটি সামহ্যোয়ারইনের নীতিমালাকে লংঘিত করে থাকে তবে তার বহিস্কারটি সবারই কাম্য। কিন্তু প্রশ্ন হল এই ইস্যুটিকে নিয়ে কিছু ব্লগারের অতিমাত্রায় উত্তেজিত হওয়াটাও দৃষ্টিকটু। কিছুটা অস্বাভাবিকও বটে।

একজন বলেছেন: আস্তে, সব হবে। ঐ ব্লগারের এর ফটো সহ পুরো ইতিহাস এমনেস্টির কাছে চলে যাওয়া টা অস্বাভাবিক নয়। আরেকজন বলেছেন: সামইনরে এর ফল ভোগ করতে হবে সবচাইতে উত্তেজিত ভদ্রলোক বলেছেন: আমি আজকেই এই লেখাটি এমনেস্টি লন্ডন অফিসে রিপোর্ট করবো। দেখা যাক, এবার কে থাকে। হয় সামওয়ার থাকবে, না হয় রাজাকার রা থাকবে, না হয় আমরা থাকবো।

এ্যামেনেষ্টি ইন্টারন্যাশানালের মত একটি প্রতিষ্ঠানের কাছে একজন বাংলাদেশীর এহেন অপরাধের বিচার চেয়ে চেচামেচি করাটা কতটা শোভনীয়। বাকস্বাধীনতার যুগে অনেকেই তো অনেককিছু বলছেন, এজন্য এতবেশি প্রতিক্রিয়া দেখানোটা কতটা যুক্তিযুক্ত। এই ব্লগে ১৫০ কোটি মুসলমানের প্রানপ্রিয় নেতা মহানবী সা: ব্যপারে অনেক ব্লগার জঘন্য সব মন্তব্য করেছেন, দিয়েছেন অবর্ননীয় সব অপবাদ। অথচ এইসব ব্লগাররাই বাকস্বাধীনতার দোহাই দিয়ে বলেছেন এসব সহ্য করতে হবে আবার "চলুক" বলে অনেক সময় উতসাহ দিয়েছেন। যেহেতু মুসলিম পরিবারে জন্ম, হয়ত আইরিন খানও এই মহামানবের নাম জপেছেন জীবনের কোন না কোন সময়।

কিছু ব্লগার আমাদের মত সাধারন ব্লগারকে খুব বোকা ভাবনে, কিন্তু আমরা সাদা কে সাদা আরো কালোকে কালো না বুঝার মত এত বোকা নই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.