আমাদের কথা খুঁজে নিন

   

প্যারেলে মুক্তি না পাওয়ায় মায়ের মৃতদেহ দেখতে পারেননি সেনবাগের সাবেক সাংসদ জয়নুল আবেদীন ফারুক \ পরিবারের সদস্যদের ক্ষোভ \ জেল গেইটে ফারুকের কান্নার রোল

রুদ্র মাসুদ rudramasud@gmail.com

প্যারেলে মুক্তি না পাওয়ায় মায়ের মৃতদেহ দেখতে পারেননি নোয়াখালীর সেনবাগ থেকে ৪বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রন্ত সংসদীয় কমিটির সাবেক সভাপতি জয়নুল আবদীন ফারুক। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিবারের সদস্যরা বারবার চেষ্টা করেও প্যারেলে মুক্তির অনুমতি না পাওয়ায় নোয়াখালী কারাগারের গেইটে কান্নায় ভেঙ্গে পড়েন জয়নুল আবেদীন ফারুক। পারিবারিক সুত্র জানায়, সোমবার রাত আড়াইটায় জয়নুল আবেদীন ফারুকের মা হাফিজা খাতুন (৯৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে........রাজেউন)। মঙ্গলবার সকাল থেকে পরিবারের প থেকে তাঁর প্যারেলে মুক্তির জন্য আবেদন করা হয়। ঢাকার বাইরে অবস্থান করায় জয়নুল আবেদীন ফারুককে মুক্তি দেয়ার ব্যাপারে তাদের কিছুই করার নেই জানিয়ে দিলে আবেদন করা হয় নোয়াখালীর জেলা প্রশাসকের কাছে।

শেষ পর্যন্ত জেলা প্রশাসকের কাছ থেকেও অনুমতি মিলেনি। এদিকে জেলা প্রশাসক হাবিবুল কবির চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন গত ১১ নভেম্বর একটি অধ্যাদেশে প্যারেলে মুক্তি দেয়ার জেলা প্রশাসকের মতা রহিত করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, জয়নুল আবেদীন ফারুকের বিরুদ্ধে সেনবাগ থানায় ৭টি মামলা রয়েছে। ত্রাণের টিন আত্মসাত মামলায় হাজিরার জন্য ঢাকা থেকে নোয়াখালী কারাগারে আনা হয়। আজ বুধবার এ মামলায় তাকে কোর্টে হাজির করা হবে।

জয়নুল আবেদীন ফারুকের মেয়ে তামান্না ফারুক থীনা জানান, নোয়াখালী জেলা কারাগার থেকে তাদের সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাড়ি মাত্র আধ ঘন্টার পথ। ক’দিন পূর্বে ব্যারিষ্টার মওদুদ আহমদ এবং শেখ ফজলুল করিম সেলিম প্যারেলে মুক্তি লাভ করেছিলো। এত কাছে থেকে তার পিতা জয়নুল আবেদীন ফারুক মায়ের লাশ দেখতে পারেনি। এটি অত্যন্ত দুঃখজনক। তার পিতা ডিটেনশন কিংবা সাজাপ্রাপ্ত আসামী নয় তারপরও মুক্তি দেয়নি সরকার।

সন্ধ্যা পর্যন্ত অপো করে ৬টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাদীকে দাফন করা হয়েছে। অপরদিকে প্যারেলে মুক্তির আবেদন গৃহীত না হওয়ায় গেইটে জড়ো হওয়া সাংবাদিক এবং পরিবারের সদস্যদের দেখে কান্নায় ভেঙ্গে পড়েন জয়নুল আবেদীন ফারুক । এসময় তিনি জেল গেইটেই হাউমাউ করে কাঁদতে থাকেন। সৌজন্যে-সাপ্তাহিক চলমান নোয়াখালী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।