আমাদের কথা খুঁজে নিন

   

২০০৭ সালে সেলিব্রেটিদের আলোচিত বিয়ে (পর্ব-১)

আমি দেখেছিলাম তাকে..ছোট্র নদীর বাকে..

বিয়ে ব্যাপারটি যেন সব সময়ই চিররঙিন। তবে এ বিয়ের ঘটনাটাই যদি মিডিয়ার কারো হয় তা হলে যেন নতুন আকাশে রঙধনুর ঝলকানি। রঙধনুর সাতটি রঙের মতোই বিয়ের পাত্রপাত্রীর খোজ-খবর নিয়েও শুরু হয় সাংবাদিকদের ভিন্ন রকম সুরতহাল। গেল বছরটিকে একদিক দিয়ে সেলিব্রেটিদের বিয়ের বছর বললেও কম বলা হবে না। বড় পর্দার সেলিব্রেটি থেকে শুরু করে ছোট পর্দা এমনকি, বিয়ের এ ঝড় বয়ে গেছে সিঙ্গারদের মধ্যেও।

তবে সেলিব্রেটিদের ধুমধামের বিয়ের দিন মনে হয় একেবারে পড়ন্ত বিকালের মতো। গত বছর রেকর্ড সংখ্যক সেলিব্রেটি বিয়ের মালাবদল করলেও বিয়ে করার আগ পর্যন্ত সবাইকে রেখেছেন এক রকম অন্ধকারের মধ্যে। মনে হয় যেন হঠাৎ করে বিয়ের খবর ফাসের মধ্যেই আসল আনন্দ। আর কিছু না হোক গুটিকয়েক লোককে বোকা বানানোতে অন্তত একগাল হেসে নেয়া যাবে। ২০০৭ সালে বিয়ের সবচেয়ে বড় বোমাটি সম্ভবত ফাটিয়েছেন চিত্রনায়ক রিয়াজ।

বছরের একদম শেষ দিকে কোরবানি ঈদের দুদিন আগে ১৮ ডিসেম্বর পুরোদস্তুর জামাইবাবু বনে যান রিয়াজ। বিয়ে করেন মডেল ও নৃত্যশিল্পী মুশফিকা তিনাকে। একটি পাক্ষিক পত্রিকার ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম দুজনের পরিচয় হয়। এরপর প্রায় দুই বছর গোপনে প্রেম করার পর ১৮ ডিসেম্বর মুশফিকা তিনাকে ৫০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন রিয়াজ। তার এ বিয়ের পিড়িতে বসাটা নতুন না হলেও লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে এই প্রথম কাউকে বেছে নিলেন হৃদয়ের আয়না হিসেবে।

অবশ্য রিয়াজ তার কবুল বলার অংশটুকু তার শ্বশুর ব্যবসায়ী মহসিন খানের ইব্রাহিমপুরের বাসায় শেষ করলেও বিয়ের পরই নববধূকে নিয়ে উঠেছেন বনানীর গলফ হাইটসের নিজের ফ্যাটে। দুই বছর তো নয়, যেন দীর্ঘ দুই যুগ পর প্রাণ খুলে হাসিল পাখি। অবশ্য রিয়াজ-তিনার অভিব্যক্তিও তাই প্রমাণ করে। বিয়ের পর তিনা তার প্রতিক্রিয়ায় বলেন, আমি খ্বুই খুশি, দীর্ঘ দুই বছরের স্বপ্ন পূরণ হয়েছে। মনে হচ্ছে আরো আগে কেন হলো না।

(চলেব..)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.