আমাদের কথা খুঁজে নিন

   

আমি ধার্মিক এবং মুর্খ তবুও আমার একটা নিজস্ব জীবনদর্শন আছে।

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

এক খুব শিক্ষিত ধনী আমেরিকান গেল আফ্রিকায় বেড়াতে। বেড়াতে গিয়ে দেখে জংগলে এক আফ্রিকান গাছের নিচে বসে আছে। আমেরিকান ভদ্রলোক তা দেখে কাছে গিয়ে বলল তুমি এখানে বসে বসে সময় নষ্ট করছ কেন? উত্তরে আফ্রিকান অশিক্ষিত কালো লোক বলল তাহলে কি করব? তুমি আমাদের মত প্রচুর পড়াশুনা করবে। তারপর? অনেক ভাল ভাল বই পড়ে অনেক কিছু শিখবে। তারপর? ভাল চাকরি করে ভাল জীবন যাপন করবে? তারপর? সুন্দর একটা ঘর বানাবে যাতে লন থাকবে।

তারপর? ছুটির দিনে আরাম করে লনে বসে বাতাস খাবে। এবার আফ্রিকান অশিক্ষিত কালো লোক নড়চড়ে বসে বিনীত কন্ঠে বলল, "এখন ত আমি তাই করছি" এই বিখ্যাত কৌতুকটি অনেকেই জানেন। ব্লগে অনেক শিক্ষিত জন আছেন যারা এখন উঠেপড়ে লেগেছেন আমরা যে ধর্ম পালন করি তার অসাঢ়তা প্রমান করার জন্য। এতে লাভ কি? আর আমি আমার বিস্বাস বা ধর্ম ত্যাগ না করলেই বা ক্ষতি কি? আমি এমনিতেই কারো ক্ষতির চিন্তা করিনা। মিথ্যা বলিনা।

ঘুষ খাই না। দেশ জাতির জন্য খারাপ এমন কোন কাজ করি না। আমার অনেক বন্ধুবান্ধব আছেন যারা অন্য ধর্মের লোক, তাদের সাথে সবসময় সদ্ভাব বজায় রেখে চলি। মোদ্দাকথা আমার ধর্ম আমাকে এমনকিছু শিক্ষা দেয়না মানবতাবিরোধী। তাহলে নিজের বিস্বাস আগলে ধরে বেচে থাকাটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়।

আর যে বিস্বাসটা আমি করি তা বুঝেশুনেই করি। সবারই একটা নিজস্ব জীবনদর্শন আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।