আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানের জন্য দুঃখ লাগলো



আমি পাকিস্তানীদের পছন্দ করতাম না কোনো সময়েই, শুধু ক্রিকেটে ওদের দিকে একটা প্রচ্ছন্ন টান অনুভাব করতাম। কেনো করতাম তাও জানি না। এখন বাংলাদেশ খেলা শুরু করায় সে টানটাও নেই। কিন্তু আজকে বেনজীর ভুট্টোর মৃত্যু সংবাদ পেয়ে খুব খারাপ লাগলো। আমার জানা মতে বেনজীর প্রথম মুসলিম মহিলা সরকার প্রধান।

একজন মুসলিম মেয়ে হিসেবে তার এ করুন পরিনতিতে খুব খারাপ অনুভুতি হচ্ছে, খুবই খারাপ অনুভুতি হচ্ছে। ঢাকায় ৩/৪ বছর আগে হাসিনার ওপর হামলার ঘটনায় আমার সবসময় ধারনা ছিল এটা আওয়ামীদের নিজেদের কাজ। ওরা নিজেরা ২য় সারির কিছু নেতা কর্মীকে মেরে দেশটা অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু এবার বেনজীরের ঘটনায় আমার মনে হয় মৌলবাদি গোষ্ঠিই হয়তো এ কাজটা করেছে। সেদিন আমার শ্বশুর সাহেবও এরকম একটা কথা বলছিলেন।

উনি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত পাকিস্তান এয়ারলাইন্সে ছিলেন। উনি বললেন মুসলিম বিশ্বে বিশেষ করে পাকিস্তানে যে হানাহানি ঘটছে এর জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাই দায়ী। আমরা প্রায়শই ধর্মভিত্তিক দলগুলো স্নেহের চোখে দেখি। তাদের টুকটাক অন্যায় মেনে নেই। এসব সিম্প্যাথি জড়ো হয়েই একসময় মৌলবাদিদেরকে হত্যাকান্ডের সুযোগ করে দেয়।

এই যে ঢাকায় নিছক একটা কার্টুন নিয়ে ওরা যা করলো, আমরা তো সেটা মেনে নিলাম। হয়তো এসব মেনে নেয়াই একসময় মহীরুহে রূপান্তর হয়। আমাদের মানসিকতা না বদলালে মুসলিম বিশ্বে এরকম হত্যাকান্ড চলতেই থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.