আমাদের কথা খুঁজে নিন

   

মন চায় প্রতিদিন, তুমি আমি একদিন, হাত রেখে, দুটি হাতে; দূর কোথাও, উধাও হতে, যেথায় পৃথিবী রঙিন...

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

এ্যাই শোনো না, লাগছে আজ বোরিং ভীষণ শুনতে পাচ্ছো ? কি এ্যাত্তো কাজ যখন তখন ! গোমড়া মুখে, চশমা চোখে, সারাটা দিন আছো বসে জালের ফাঁদে জড়িয়ে আছো, কথা কি আর কানে পশে ! ল্যাপটপটাই তোমায় খাবে, করনা প্লিজ শাট ডাউন জিন্সে আমি কেমন বল? হাসছ কেন ? আমি ক্লাউন ! আচ্ছা না হয় পরব শাড়িই; নীল জমিন, সোনালী পাড় এবার চল বেরিয়ে পরি, লগ আউট কর ম্যাসেঞ্জার । ফুচকা খাব, চটপটিও, ভীষণ ঝালে চোখে জল আজ হাসব তবু বাঁধনহারা, বলব কথা অনর্গল । শহর থেকে দূরে যাবে ? মৃদুমন্দ হাওয়ায় ভেসে, মেঘমল্লা গাইব আমি, থাকো যদি আমার পাশে। নীল পাহাড়ের চূড়ায় চল, ডাকবে আমার নাম ধরে না হয় চল সাগর বেলা, যেথা গাংচিলেরা যায় উড়ে । আলো ছায়ার মাতামাতি, গহীন বনে দেবে উঁকি ? ছোঁয়াছুঁয়ি খেলব দু'জন, হোকনা কিছু কাজে ফাঁকি । মেঠো পথে ছুটব জোরে, থামব যেথায় আকাশ নূয়ে সাত জনমেই চাইবে আমায়, শপথ কর আমায় ছুঁয়ে। আর কিছু নয়, হাঁটব না হয়; তোমার আমার মিষ্টি খেলা মনে আছে ? সেই রবিবার, এক বৃষ্টি ধোয়া বিকেল বেলা । পুনশ্চ : লেখার কোন ইচ্ছা ছিল না আসলে; কিন্তু আজকে বিকেলে একটা টিভি অনুষ্ঠানে রুনা লায়লার গাওয়া ভুলে যাওয়া, পুরোন এই গানটা(মন চায় প্রতিদিন.........যেথায় পৃথিবী রঙিন ) শুনে কিছু একটা লিখতে ইচ্ছে হল ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।