আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্জীবদা - শুভ জম্মদিন ( আমি তোমাকেই বলে দেব,কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরাণ পথে)

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

গেল ২৫ ডিসেম্বর অর্থাৎ ২০০৬ সালের ২৫ ডিসেম্বর শুরুর প্রহরে ফোন করেছিলাম একটি নাম্বারে। ফোন ধরলেন মায়ালাগানো কণ্ঠের একজন। ফোন করেই বললাম - সঞ্জীবদা, হ্যাপি বার্থডে। প্রতিউত্তরে ধন্যবাদ দিলেন। অন্যান্য খোঁজখবর নিলেন।

সঞ্জীবদার সাথে আমার পরিচয় একটি দৈনিকে লেখালেখির মাধ্যমে। তিনি ফিচার এডিটর, আমি কন্ট্রিবিউটর হিসেবে লেখছি। লেখার অনেক কিছুই তিনি শিখিয়ে দিচ্ছেন। এভাবেই পরিচয়ের মাত্রা বাড়ে। মনে পড়ে সঞ্জীবদা আমাকে প্রথম অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন শিল্পী জিন পিটনীর মৃত্যু নিয়ে একটি ফিচার রিপোর্ট করার।

লেখাটি সম্পূর্ণ করে সঞ্জীবদাকে দেখানোর পর যত্ন করে আমাকে সামনে রেখেই এডিট করে দিলেন। শিখে গেলাম অনেক কিছুই। আরেকদিন বিনোদন পাতার জম্মদিন অংশের জন্য অভিনেত্রী সুইটির ইন্টারভিউ নিতে হবে। টিএন্ডটি ফোন থেকে সুইটি ফোন ধরছেনা। বিষয়টা জানালাম সঞ্জীবদাকে।

মুহুর্তেই সমাধান করে দিলেন। ফোন করলেন নিজের মোবাইল থেকেই। আমার সঙ্গে সুইটির পরিচয় করিয়ে দিয়ে ফোন ধরিয়ে দিলেন। তারপর ইন্টারভিউ শেষ করে লেখাটা দেখালাম সঞ্জীবদাকে। তিনি লেখাটা সুন্দর করে সাজিয়ে দিলেন।

এভাবে আরো অনেক অনেক ঘটনা। ২৫ ডিসেম্বর, প্রিয় সঞ্জীবদার জম্মদিন। জন্মদিনে অনেক ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা সঞ্জীবদার প্রতি। সঞ্জীবদা, আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টিভেজা সুর। সঞ্জীবদা, বলে যাবেন কি? চোখটা এতো পোড়ায় কেন? এই পোড়া চোখ নিয়ে সমুদ্রেই যাবো কিভাবে?


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.