আমাদের কথা খুঁজে নিন

   

ইউ টিউবে এবার বৃটেনের রাণী

জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...

বৃটেনরে রানী দ্বিতীয় এলিজাবেথও অবশেষে অন্তভূক্ত হলনে ইউ টিউবে । ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউ টিউবে দি অফিশিয়াল চ্যানলে অফ দি বৃটিশ মোনারকি নামে তিনি নিজের স্বতন্ত্র চ্যানলে উদ্বোধন করেছেন। এ রয়াল চ্যানলে রানীর ক্রসিমাস ডে মসেজে, তার সাম্প্রতকি ও ঐতিহাসিক বিভিন্ন ফুটজ এবং রাজপরিবারের অন্য সদস্যদরে ফুটজেও দেখা যাব। ১৯৫৭ সালে রানীর প্রথম টেলিভিশিন বক্তৃতার ৫০তম বাষির্কী উপলক্ষে শনিবার এ চ্যানলে উদ্বোধন করা হয়। রাজপ্রাসাদরে বাগানে জমকালা পার্টি রাষ্ট্রীয় সফর, প্রধানমন্ত্রীরা, শপথগ্রহণ অনুষ্ঠান এবং পিন্স অফ ওয়েলস র্চালর্স এর দৈনন্দিন জীবন চিত্রও নতুন এ চ্যানেলে প্রর্দশন করা হব। http://www.youtube.com/theroyalchannel এবং http://www.royal.gov.uk এ দুটি ওয়বেসাইটে আর্কষণীয় ও বৃটশি রাজতন্ত্ররে ঐতহিাসকি বভিন্নি ঘটনাপঞ্জি জানা যাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।