আমাদের কথা খুঁজে নিন

   

স্বচ্ছতার মোড়ক



তুমি যখন স্বচ্ছতার মোড়ক খুলে আবরনের ধুলো উড়াও, তোমার নিরমল হাশির গান তখন অমায়ীক ছন্দের ওড়না । তুমি কি সেখানে ললিতকলার কোনও অংশ ছড়াও ? নাকি স্বচ্ছতার চাকচিক্যে এসব তোমার নতুন কোনও ছলনা? আমার ভাললাগার আলোরা তোমার স্বচ্ছতায় ধরা দেয়, অভিমানের গল্পগুলো তখন ধুলোর মতন নিমেষে উধাও । তোমার কি তখন মাতাল হাওয়ার উন্মাদনা পায় ? নাকি হাওয়ার বিস্তারে আমার সমস্ত অভিমান কূড়াও? তুমি যখন কথার রুপালি আবেগে স্বচ্ছতার মোড়ক রাঙ্গাও, তোমার ভালবাসার মিস্টি সুবাস তখন আবেশী সুরের কাহন । তুমি কি সেখানে বেটোফেনের কোনও পরশ বুলাও ? নাকি সুরের মুরছনায় এসব তোমার নিত্য কোনও ভ্রমন? আমার উচ্চারিত ভালবাসা তোমার সুরে গান গায়, বিষন্ন অনুভুতিগুলো তখন বিমুগ্ধ শ্রোতার মতন স্থবির। তোমার কি তখন আবেগী উন্মাদ সুরের অহমিকা হয়? নাকি সুরের প্ররচনায় দাও আমার বিষন্নতার কবর? তুমি যখন অপেক্ষার নীল খামে স্বচ্ছতার মোড়ক ভরলে, তোমার ভরসার প্রগাড় চুম্বন তখন প্রত্যয়ী হাতছানির উষ্ণতা। তুমি কি সেখানে হননের বিপ্লবী কোনও উন্মাদনা দিলে ? নাকি হাতছানির প্রয়াশে এসব তোমার আন্দলোনের সত্তা? আমার পুঞ্জিভুত কস্টগুলো তোমার হাতছানিতে ম্রিয়মান, বিক্ষিপ্ত ভালবাসাগুলো তখন প্রনবন্ত যোদ্ধার মতন সাহসী। তোমার কি তখন বিপ্লবের তুমুল সফলতায় স্বচ্ছ লগন? নাকি স্বচ্ছতার মোড়কে তুমি আমার অস্বচ্ছ এক প্রেয়সী?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.