আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহর লিঙ্গ লইয়া আর টানাটানি কইরেন না, ছাইরা দেন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
দুই দিন ধইরা লক্ষ্য করতাসি, খুব হাতাইতাছেন এত হাতাইয়া যে কি মাল বার করবেন কে জানে! আর হাতাইয়েন না এইবার ছাইড়া দেন। কাইল বাদে পরশু ঈদ, ধর্ম কর্ম না করলে না করেন দুই টুকরা গোস্ত ত অন্তত খাইবেন! না কি তাও চালাইবেন না, কি ম্যাড কাউ লৌড়াইছে নিহি কুরবানী কুরবানী না দিলে না দিবেন তাই বইলা চাইর বাটের গাভী দিয়া বলদরে বলাৎকার করাইবেন! মিয়া সাবেরা পারেনও আপনেরা। আইচ্ছা যান ঈদের জামা না পিনলেন অন্তত দুই একটা ঈদসংখ্যায় চোখ বুলাইয়েন। লিটল'রা না হয় লিটল ম্যাগ লিখে কিন্তুক চাইর রঙ্গের ঈদ সংখ্যা, ঐ খানেত বড়রা সবাই লেখে! দাউদ, সুনীল, হুমায়ুন হগ্গল পদইত পাইবেন।

ঈদের ছুট্টিতে চ্যাট, ব্লগ যাই করেন টিভিতে নাটকত একটা দেখবেন অন্তত। ১০০ + কোটি টাকার ইলেক্ট্রনিক মিডিয়া'র মার্কেট আপনে কইলেইত আর অস্বীকার অইব না, কেউনা কেউ অন্তত দুই চাইরডা ঈদের নাটক অন্তত দেইখেন। হাজার হইলেও সুস্থধারার প্রিমিয়ার হয় এই চ্যানেল গুলানে, না দেখলে লোকে অসুস্থ কইতারে এক বেরাদাররে দেখলাম ব্লগে হুমায়ুন আহমেদরে নতুন কইরা চাঙ্গে চড়াইতাছেন কমেন্ট এউগা কইরা আইছি পড়বেন নাকি নিচে পেষ্টাইয়া গেলাম: স্যারে বলে নবীজী'র জীবনী লেখা ধরছে, আল্লাহ্ আল্লাহ্! দূর্জনেরা বলেন উনি এক জীবনে বাকের ভাই'র ফাঁসি নিয়ে নানা সার্কাস করে ছিলেন। উনিই হলুদ হিমু কালো রেবের মতো হইলদা একখান কিতাবও কিছুদিন আগে লিখা রেব বিরোধী/ রেব প্রেমী না জনপ্রিয় কি হইতে চাইছিলেন পাবলিকই ভালা কইতারব! হুমায়ুন স্যার অলরেডি এলিভেটর পর্য্যন্ত বাড়ীর অতিথিরে আগাইয়া দিয়া নবীজী'র জীবনাদর্শ পালন শুরু কইরা দিছেন, হুমায়ুনের রাসুল প্রেমের আরো নিদর্শন ওনার এক সময়ের কাছের মানুষ গুলতেকিনই হয়ত বেশী ভালা কইতারব! নইলে কইতারব শীলা'র বান্ধবী স্যারের কুট্টি বউ শাওন। আল্লাহ ঈদ চান্দে হুমায়ুন আহমেদের চেয়ে ভাল নাটক আর কে বানাইবো, সে তওফিক এখনো তুমিত আর কাউরে দেও নাই।

বহুবৃহী কেবল হুমায়ুনের দ্বারাই রচনা সম্ভব। চালাইয়া যান স্যার, আপনি "চন্দ্র কারিগর"! মিঞাঁ সাবেরা অখনও কইতাছি আল্লাহর লিঙ্গ টানাটানি ছাইড়া দ্যান। হুমায়ুন ছারে রসুলে পাকরে খোয়াবে দেখার নিয়ত বানছেন, কওন যায় না আল্লাহ পাক এ মুসলিম প্রধান দরিদ্র দেশের জনপ্রিয় প্রধান এই লেখকের কথা সাহিত্যের গুনেমুগ্ধ হইয়া হুমায়ুনজীরে দেখা দিয়াও আলাইতারে! তখন সবার ব্লগে কইলাম আইক্কাঅলা বাঁশ হান্দই যাইব। আমি আগেই সতর্ক কইরা গেলাম। পরে আবার কোষ্টাইয়া কোষ্টাইয়া কোন লাদি পোস্টাইয়েন না! ছাগলের লাদির গন্ধ আর মানুষের লাদির গন্ধ দুইটা দুই পদ।

ক্ষেত্র বিশেষে শেষোক্তটির দূর্গন্ধ প্রকটতর হইয়া থাকে। হুমায়ুন লাদুক আর শাহজাহান লাদুক লাদি থেকেত আর আতরের গেরান আর বাইর হবে না! বি:দ্র: এই পোষ্ট নিচে থেইকা লেখা শুরু কইরা আস্তে আস্তে উফরে উঠছি এমনেই মন চাইছে তাই লিখছি দয়া কইরা ছাইয়ের নিছে কিছু টোকাইতে যাইয়েন না, তাইলে টোকাই হইয়া যাইবেন মগার কিছুই মিলব না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.