আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ বন্ধু ঝুমীর শুভ জন্মদিন

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

বন্ধুত্ব! একটা বন্ধুত্ব! যে বন্ধুত্বে সম্পর্কের সেতুবন্ধন, যেখানে মনের সাথে খেয়া পাড়ের তীব্র কথপোকথন! যে কথা হয় না শেষ........যে কথা বলা হয় আজন্মকাল..........ঠিক এভাবে! আমার এক বন্ধু! কোন এক সন্ধ্যারাতে এভাবেই বন্ধুত্ব হয় দু'জনার। কথা হয় সময়ে অসময়ে। মাঝে মাঝে সুখ-দুঃখের প্রলাপণ, কখনো বাস্তব আর বাস্তবতার মাঝে ডায়েরীর পাতা আর দিনগুনা, কখনো লেখায় উৎকর্ষতার জন্য কিছু মুগ্ধতা, কখনো বিমোহিত.......! সে জনা । সেই বন্ধু.........মুঠোফোন বন্ধু বলি আর ব্লগ বন্ধুই বলি.........১৪ ই ডিসেম্বর তার জন্মদিন। হ্যাঁ ব্লগ বন্ধুরা ১৪ ই ডিসেম্বর আমাদের সহ ব্লগার ঝুমীর শুভ জন্মদিন।

ঝুমী' শুভ জন্মদিন তোমায়। এই দিনে এ পৃথিবীতে এমনই মুগ্ধ আলোবাতাসের মধ্যে কোন এক সময় পৃথিবীতে আগমন তোমার। নিষ্পাপ মূখটি উজ্জ্বলিত হয়ে পৃথিবীর মুগ্ধতায় বরণ করেছে তোমায়। যেখানে বাতাসের কম্পন সাক্ষী রয়! যেখানে সূর্যরশ্মী , আলোবাতাস তার বাধ্যকতা তোমার আগমনে চেয়ে থাকে। আমার বন্ধুর জন্মদিনে ওদের সেই কথপোকথন এমনই ছিল।

ওদের ভাষাহীন ভাষ্যে ওরা বলেছে বারবার ‘শুভ হোক তোমার জন্মদিন’। তোমার বেঁচে থাকা, বড় হয়ে উঠা সেই বাড়ি, সেই ঘর, সেই বারান্দাও তোমায় দেখেছে। তোমার স্মৃতির মণিকোঠায় সেই সূর, শব্দ তুমি কি শুনতে পাও ? এই জন্মদিনে ওদের পরশ, অনুভূতি তুমি কি স্পর্শ করবে না ? ওদের স্পর্শকতায় তুমি হারিয়ে যাবে সেই দিনগুলোতে...........! যেখানে এমনি করে প্রতিটি বছর, প্রতিটি ক্ষণ পার হয়! রাতের নিস্তব্দতার সাথে তোমার বেঁচে থাকার যোগ-বিয়োগ আজ এই ক্ষণে তুমি মনে করবে। তোমার অনুভূতি, স্পর্শ, স্বপ্ন যেন আজকের এই দিনে সব কিছু ভূলিয়ে দেয়। রঙের বর্ণমালায় তুমি অনন্য হও।

পৃথিবীর আলোবাতাসের সঙ্গি হওয়ায় অভিবাদন তোমার মা'কে। বাবাও ! তুমি আলোকিত হও , আলোকিত হউক তোমার জীবন। ভালো থেকো বন্ধু..............শুভ হউক জন্মদিন। শুভ জন্মদিনে শুভেচ্ছা তোমায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.