আমাদের কথা খুঁজে নিন

   

৩য় সংস্করনের ফিচার লিস্ট ।

নোটিশবোর্ড

পোস্ট সম্পর্কিত : ১। আপনি যখন কোন নতুন পোষ্ট করছেন তখন আপনাদের সুবিধার্থে আমরা " অটো সেভ ড্রাফ্ট" এবং " অটো ড্রাফট কমেন্ট" এর ব্যাবস্থা শুরু করেছি। এখন থেকে আপনারা ব্লগ লিখার সময় সিস্টেম নিজ থেকে আপনার লেখা ও মন্তব্য কিছুক্ষন পর পর সংরক্ষন করে নিবে। ২। এখন ব্লগে সময় ও তারিখ দেখানোর জন্য আমরা একটি নতুন পদ্ধতি করছি যাতে করে ফ্রন্ট পেজে আপনারা ঠিক যে মুহুর্তে পোস্ট করবেন সেই সময়টি দেখতে পাবেন।

মন্তব্য সর্ম্পকিত : ১। এখন থেকে আপনি আপনার ব্লগের যে কোন মন্তব্য মডারেশন করার জন্য একটি মন্তব্য মডারেশন প্যানেল পাবেন। তা ছাড়া আপনাদের মডারেশনের সুবিধার্থ আমরা আপনাদেরকে নিরাপদ তালিকা এবং সন্দেহ তালিকা তৈরি করার সুযোগ করে দেব যাতে করে আপনারা পছন্দের ব্লগারদেরকে নিরাপদ তালিকায় রাখতে পারেন এবং তাদের করা মন্তব্য সরাসরি আপনার পোস্টে দেখা যায়। একই ভাবে যখন আপনারা কোন ব্লগারদেরকে সন্দেহ তালিকায় রাখবেন তখন তাদের করা প্রত্যেকটি মন্তব্য আপনার মডারেশন প্যানেলে এসে জমা হবে,আপনি যতক্ষন না মন্তব্য প্রকাশের ছাড় দিচ্ছেন ততখন এই মন্তব্যগুলি মডারেশন প্যানেলেই জমা হয়ে থাকবে। ২।

আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এখন থেকে, আপনারা আপনাদের পোষ্টে যে মন্তব্য পাবেন ঠিক তার নিচে নিজেদের মন্তব্য দিয়ে উত্তর দেওয়ার সুবিধা করে দেওয়া হয়েছে। নোটিস সম্পর্কিত : ১। একটি নতুন লেখা লিখার পর আপনি এখন আপনার বন্ধু ও পরিচিতদের কে তা জানাতে পারবেন ই-মেইলের বা তার ব্লগ নাম বা url উল্লেখ করার মধ্য দিয়ে উল্লেখ করার মধ্য দিয়ে। ২। আমরা ব্লগে ব্যাক্তিগত নোটিশ বক্স নামে একটি ফিচার দিয়েছি যাতে করে প্রত্যেক ব্লগার লগ ইন করলেই তার জন্য ব্লগ টিম বা সে যদি কোন গ্রুপের সদস্য হয়ে থাকে সেই গ্রুপের এডমিনের পাঠানো নোটিশগুলো তার নোটিস বক্সে দেখতে পাবে।

অনুসন্ধান সম্পর্কিত : ১। এখন ব্লগে কিছু খোজার জন্য যেমন, ব্লগার এবং পোস্টের বিষয় আপনারা আপনাদের পছন্দের বাংলা কি-বোর্ড টি ব্যবহার করতে পারবেন। ২। ঠিক একই ভাবে আপনার পছন্দের কি-বোর্ড দিয়ে গ্রুপ অনূসন্ধান করার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ভাষা সম্পর্কিত : ১।

আপনারা এখন থেকে " বাঁধ ভাঙ্গার আওয়াজ" বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দেখতে পারবেন। মেনু বার থেকে খালি একটি বাটন ক্লিক করার মাধ্যমেই আপনার ব্লগের ভাষা পরিবর্তিত হয়ে যাবে। রাইটিং প্যানেল সম্পর্কিত : আমরা নতুন রাইটিং প্যানেল আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, যার মধ্যে আপনারা পাবেন ছবি এবং লেখা পরিবর্তন করার জন্য কিছু অসাধারন নতুন ফিচার, যেমন- ১। এখন বাংলা লেখা আরো সহজ করার জন্য আমরা একটি ভার্চুয়াল ফোনেটিক কি-বোর্ড আপনাদের কে দিচ্ছি যার মাধ্যমে খুব সহজেই আপনারা এখন ব্লগ করতে পারবেন। ২।

রাইটিং প্যানেলে এখন একটি টুলবার বক্স পাবেন যাতে আপনারা বেশ কিছু প্রোয়জনীয় ফিচার পেয়ে যাবেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো ক) পোস্ট লেখার সময় তা নিজ থেকে সংরক্ষন হয়ে যাবে। খ) পোস্ট লেখার পর তার প্রিভি্উ দেখতে পাবেন। গ) লেখাতে bold,italics এবং underline প্রয়োগ করতে পারবেন। ঘ) আপনার পোস্টটিকে আরও আকর্ষনীয় করতে আপনি এখন পোস্টের যেকোন জায়গায় ছবি সংযুক্ত করতে পারবেন। ঙ) এই নতুন ভার্সনে লিংক দেওয়া আরো অনেক সহজতর করা হয়েছে চ) এবার ভিডিও সংযুক্ত করার সুবিধাও আমরা দিয়েছি ।

ছ) এখন আরও অনেক সহজ উপায়ে ইমটিকন সংযুক্ত করা যাবে এবং আরো অনেক নতুন ইমটিকনও দেওয়া হয়েছে। অন্যান্য সুবিধা : ১। এখন আপনারা আপনাদের প্রোফাইল আরো সহজে পরিবর্তন করতে পারবেন। ২। আমরা এখন আপনাদের কে template পরিবর্তনের সুবিধা দিচ্ছি।

আমরা কিছু template তৈরি করে দেব যা থেকে আপনারা আপনাদের পছন্দসই template বেছে নিতে পারবেন। ৩। এখন থেকে আপনারা ব্লগ পোস্ট প্রিন্ট করার সুবিধা পাবেন। ৪। ব্লগের সমস্ত বিষয় বস্তু এখন ইউনিকোডে স্থানান্তর করা হয়েছে।

৫। প্রথম পাতার কোডের উন্নয়েনের ফলে এখন এই ব্লগের ফ্রন্ট পেজটি আরো অনেক দ্রুত load হবে। প্রায় অর্ধেকের কম সময় লাগবে। ৬। এখন ব্লগে আপনাদের পাসওয়ার্ডের নিরাপত্তা আরো জোরদার করার জন্য আমরা পাসওয়ার্ড test করে আপনাদেরকে feedback দেব যার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের পাসওয়ার্ডটি কতটা বিপদমুক্ত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।