আমাদের কথা খুঁজে নিন

   

তিশমা : এদেশে একমাত্র যার গলায় ইউরোপিয়ান ক্লাসিক্যাল গাইবার দক্ষতা ।



টিভিতে কারো সঙ্গে তিশমার একটা কথোপকথন নিয়ে একটা ব্লগ লিখেছিলাম , খুজে পাচ্ছিনা । ওখানে ও একটা ইটালিয়ান অপেরা গেয়েছিল । ওটা শুনেই আমার তিশমার সম্পর্কে ধারনা বদলে যায় । বাংলাদেশী কোন গায়িকার গলায় ইউরোপিয়ান ক্লিসিক্যাল মিউজিক শুনে এত ভাল লাগবে এটা ছিল আমার কাছে অপ্রত্যাশীত । এনটিভিতে মিউজিক জ্যামজ নামের ওর নতুন প্রগ্রামটা দেখে আবার ওকে নিয়ে লেখার আগ্রহ বোধ করলাম । আমাদের দেশে বাংলা গান গাইবার অনেক গায়কই আছেন ; কিন্তু আমার জানা মতে আন্তর্জাতিক কোন ক্লাসিক্যাল ঢঙের সঙ্গীতকে এত সুন্দর করে পরিবেশন করার মতো একমাত্র তিশমাই আছে । তাই বাংলা ঢঙে নয় ইটালিয়ান অপেরা বা ইউরোপিয়ান ক্লাসিক্যাল ঢঙে তিশমার গলায় বাংলা বা ইংরেজী গানই চেয়ে ভক্ত হিসেবে আমার চাওয়া ; যদিও ওর বাংলা গানও আমার খুব ভাল লাগে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।