আমাদের কথা খুঁজে নিন

   

ইংলিশ স্টাইল মজা (অ্যাসটন পার্ক- ২ )

ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....

পুরো অ্যাসটন পার্কটিতেই ছড়িয়ে ছিটিয়ে আছে খুব সুন্দর কয়েকটা ফুলের বাগান আর শতাব্দী প্রাচীন গাছপালা। ফুলের বাগানের ঝোপের পাশে বোরখা পড়া কয়েকজন আফ্রিকান মহিলার সঙ্গে দাড়িঅলা এক লোক পিকনিক করছে। জমিদার বাড়ির পাশেই কয়েকটা গাড়ি থেমে আছে। গাড়ির কাছেই কয়েকটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে। এই ৮-১০ জন মানুষ ছাড়া পুরো পার্কটিতেই কোনো মানুষ নাই।

এখানেও কয়েকটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে দেখলাম। পার্কের ভেতরের রাস্তাটা ভাঙ্গা। পিচ প্রায় উঠেই গেছে। এদেশে এ ধরনের রাস্তা খুবই বিরল। পরে জেনেছি, কেউ যেন এখানে জোরে গাড়ি চালাতে না পারে এ জন্য রাস্তা ভেঙ্গে রাখা হয়েছে।

অনেক ড্রাংক ড্রাইভার নাকি এখানে আসে। কিছুক্ষণের মধ্যেই আমরা এমন কয়েকজন ড্রাংকের দেখা পেলাম। পাকিস্তানি/ইনডিয়ান চেহারার কয়েকজন ছেলে এই ভাঙ্গা রাস্তার উপর দিয়েই খুব জোরে একটা গাড়ি চালাচ্ছে। বারবার হার্ড ব্রেক করে এবং কয়েক জায়গায় গাছপালায় ধাক্কা দিয়ে তারা গাড়িটার বেশ ক্ষতি করছিল। কিছুক্ষন পরে দেখি পার্কের মাঝের জমিদার বাড়ির পাশে তারা গাড়িটাকে পার্ক করলো।

এর পর যা ঘটলো তা আরো রোমহর্ষক। তারা গাড়িটাকে ভাংচুর করে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিল। আগুন ঘিরে তাদের এ ধরনের মজা দেখে আমরা মোটেও আনন্দিত হলাম না। কয়েক মিনিটের মধ্যেই তারা অবশ্য এ এলাকা ত্যাগ করলো। যেদিক দিয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সে পথ দিয়ে না যেয়ে এরা অন্য দিকের পথ ধরে চলে গেল।

কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিভিয়ে ফেললো। আমার মোবাইলের ক্যামেরা দিয়ে এ সময় দুটো ছবি তুলে ফেললাম। তবে পুলিশ এসে ঝামেলা করতে পারে মনে করে আমরাও দ্রুত এ এলাকা ত্যাগ করলাম। পরে শুনেছি এরা পাকিস্তানের কাশ্মিরের ছেলে। কারো ওপর শত্রুতা করে তার গাড়িটার উপরে রাগ মিটিয়েছে।

সাথে মজাও করা হয়েছে। (ছবিতে গাড়ির আগুন নিভানো প্রায় শেষ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.