আমাদের কথা খুঁজে নিন

   

২০০৭ সালের শ্রেষ্ঠ রাজাকারনামা এবং ১ম দশ জন শ্রেষ্ঠ রাজাকারঃ আসুন নির্বাচিত করি

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সামহোয়্যার ইন ব্লগে দেখবেন কিছু ব্লগার আছে যারা দেশ, সংবিধান এবং সার্বভৌমত্য নিয়ে কথা বলে । এরা স্বাধীন বাংরাদেশের নাগরিক হয়েও এমন কি স্বাধঅন দেশে জন্মগ্রহণ করেও চোখে সবুজ জমিনে সাদা চান-তারার ঝিলিক । ইসলাম হচ্ছে এদের কাছে চান-তারা, আল্লাহ খোদা নয় ।

ইসলাম হচ্ছে এদের ক্ষমতা দখলের হাতিয়ার, সাধারণ ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র । ধর্ম হচ্ছে জীবন-জীবাকা নির্বাহের মাধ্যম । এদের আছে এক ইসলাম আরেক ভারত প্রেম । ১৯৭১ সালের আগে ও যে রকম ভারত প্রেম ছিল আজও তা কমেনি বরং বেড়েছে । মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আগের সময় গুলোতে এরা আমাদের স্বাধিকার আন্দোলন, সংগ্রাম কিংবা আজ মুক্তচিন্তার র্চচা, ধর্ম নিরপেক্ষতা সব কিছুর মাঝে ভারতের ষড়যন্ত্র হিসেবে দেখিয়ে আসছে ।

এরা বহুরুপী , যুক্তি না পারলে এরা নিরপেক্ষ সাজবে, বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর কথা বলে বলবে সে আমজনতা । । আর ধরা খেলে বলবে আমি তো ১৯৭১ এর পর জন্মাইছি, আমি রাজাকার হবো কেমনে ??এদের নিশ্চয়ই এতোদিনে চিনে গেছেন ব্লগে এমন ব্লগার যারা নানাভাবে রাজাকারী, রাজাকারদের সমর্থন করছে সেই সব রাজাকারদের মধ্য থেকে ১ম দশ জন শ্রেষ্ঠ রাজাকার এবং এদের রাজাকার প্রেম তথা বাংলাদেশেকে প্রশ্নবিদ্ধ করা পোস্ট থেকে শ্রেষ্ঠ রাজকারনামা নির্ববচিত করে মনোনয়ন দিন এবং নির্বাচিত করুন । আসুন নির্বাচিত করি, আমারা ব্লগাররা ২০০৭ সালের শ্রেষ্ঠ রাজাকার নামা এবং ১ম দশ জন শ্রেষ্ঠ রাজাকার নির্বাচিত করি । আপনাদের অংশগ্রহন এবং মতামত আবশ্যক ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.