আমাদের কথা খুঁজে নিন

   

চিন্তাগুলো সুন্দর হলে কাজগুলো কত্তনা সাবলীল! ২



সাজানো গোছানো চিন্তা করে আমরা ক'জন সামনে পথ চলি? কিন্তু তা কি কখনো আমরা ভেবে দেখেছি যে, জীবনের ছোট বড় ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে নিয়ন্ত্রনহীন দুরদর্শী, যার হাতে সৃষ্টিশীল তুলির ভার, যিনি ধারন করে আছেন কুল মাখলুকাত! সত্যি আমরা যত পরিকল্পনাই করি না কেন, আমাদের দৌড় এতটুকুই যতটুকু আমাদের টাইম ফ্রেমের ভীতরে, চিন্তার স্বাভাবিক গতিময়তা এক্কেবারে ছুয়ে যায়। কিন্তু জীবনের সহজতায় মননের সরলতায়, ক্ষণজন্মা প্রানীগুলো অবিরাম খেটেই যাবে, বার বার এই আশায় যে, প্রানের যেখানে সজীবতা রয়েছে, যেখানে রয়েছে সুরের স্পন্দন আর মিষ্ট মাধুরীর বূননতা; ঠিক সেই ঠিকানায় পৌছাতে চাই বলেই কিন্তু সব অবসাদ মিশে যায় আগামীর পথ চলায়। আবার লাগামহীন আবেগের সহমতায় কপোত উচ্চাশায় বারে বারে খাটনীর প্রবাহ ধেয়ে যায় ঠিক জীবন তরীর শেষ ক্ষণে ঠিক ঊষা লগ্নে। কিন্তু ততক্ষনে জীবন প্রদীপ ক্ষীন আভায় শেষ সমীরন জাগিয়ে কান্চন আস্ফালনে নীভু নীভু অনুরননে নীরব হয়ে গোধলীতে হাত মিলায়। তবুও জীবনের সরস সরল সজীবতায় অজানা বিষাদঘন অমানীসায় বেড়ে উঠার প্রবল ইচ্ছা শক্তিকে কেউ দাবিয়ে রাখার সাহস রাখে না, তার প্রমান কিন্তু সবগুলো সজীব নির্জীব মানুষগুলো। কেননা প্রতিটি জনপদ গড়ে উঠে সেই সজীব নির্জীব মানুষগুলোকে নিয়েই, আর সেখানেই ধেয়ে আসে বিরামহীন পথচলার আবীলতা, আবার সঠিক প্রানের তন্ময়তা। (চলবে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।