আমাদের কথা খুঁজে নিন

   

মেসিকে দলে চান না বার্সাভক্তদের কেউ কেউ!

তিনি আর বার্সেলোনা যেন একে অপরের সমার্থক। বার্সার খেলা মানেই তাঁর ফুটবল জাদু। তাঁকে খেলতে না দেখলে বার্সাভক্তদের মাঝে শুরু হয়ে যায় হাহাকার। সেই লিওনেল মেসিকে দলে দেখতে চান না বার্সাভক্তদের অনেকে! এটা কি বিশ্বাসযোগ্য?
বিশ্বাস করুন, আর না করুন, এটাই সত্যি। বার্সার ২ শতাংশ ভক্ত মেসির খেলা দেখতে চান না।

তাঁরা চান না টানা চারটি ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়কে দলের একাদশে দেখতে। সাম্প্রতিক এক জনমত জরিপে এমন বিস্ময়কর ফলই উঠে এসেছে। বার্সাভক্তদের অনেকেই হয়তো বলবেন, কোথাকার কোন জরিপে কী বলা হয়েছে, এ নিয়ে মাথাব্যথার কী হলো! শুনলে অবাক হবেন, সেই জরিপটা অন্য কেউ করেনি, সেটা বার্সা কর্তৃপক্ষেরই করা।
যুক্তরাজ্যের ‘ডেইলি মেইল’-এর একটি প্রতিবেদন বলছে, জরিপের ফল প্রকাশ করতে গিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ক্লাব সভাপতি সান্দ্রো রসেল নিজেই, ‘ক্লাবে মাঝেমধ্যেই আমরা অভ্যন্তরীণ জরিপ চালিয়ে থাকি। জরিপে দেখা গেছে, ২ শতাংশ ভক্ত মেসিকে পছন্দ করেন না।

আমার খুব জানতে ইচ্ছা করে, এই ২ শতাংশ লোক কারা!’
শতাংশের হিসাবে ২ শতাংশ আহামরি কিছু নয়। কিন্তু খেলোয়াড়টা যখন মেসি এবং দলটা যখন বার্সেলোনা, সেখানে মেসিকে অপছন্দ করার মতো লোক ২ শতাংশ থাকাটাও তো বিস্ময়কর। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।