আমাদের কথা খুঁজে নিন

   

হুহ্ - ঠগ বাছতে গাঁও ঊজার - আর কি !



পাইরেসী বন্ধ অথবা পাইরেসী নিয়ে হুদাই মাথা ঘামানো বন্ধ যেটাই করতে চান - ঐ লোকাল কেবল বা ভিসিডি চ্যানেলই সবচেয়ে কাজে আসবে । টেরিস্টিরিয়াল আর স্যাটেলাইট চ্যানেল গুলোর পাশাপাশি যদি প্রতিটি জেলায়, ইউনিয়নে আর ওয়ার্ডে ডিশ ব্যাবসায়ী রা বা ব্যাক্তি উদ্দোগে এক বা একাধীক লোকাল ক্যাবল চ্যানেল করে ; তখন আর পাইরেসী হবেই কেন , পাইরেসী করার প্রয়োজনটাই কোথায় যাবে আর পারেসীটা করলে ক্ষতিটাই বা কি হবে । সরকারী বেসরকারী বা রাজনৈতিক বা সামাজিক সংগঠনগুলোও নিজস্ব চ্যানেল করতে পারে । পাইরেসী বন্ধ করতে গিয়ে তো পাইরেসী প্রোডাক্ট প্রোডাক্শনই বন্ধ করে দেয়ার কোন মানে নেই । টেরিস্টিরিয়াল আর স্যাটেলাইট চ্যানেলগুলোর পরে এসব লোকাল টিভির জন্য জাতীয় নীতিমালা করলেই তো হলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.