আমাদের কথা খুঁজে নিন

   

ফোর জি প্রযুক্তির জন্য খুলে গেল কলকাতার দরজা

ফোর জি প্রযুক্তির জন্য খুলে গেল কলকাতার দরজা। আজ  রিলায়েন্সের সঙ্গে চুক্তি সই হল কলকাতা পৌরসভার। চুক্তি অনুযায়ী পৌরসভা এলাকার ৭৫০ কিলোমিটার রাস্তায় কেবল পাতবে রিলায়েন্স।

মুম্বাইতে মুখ্যমন্ত্রীর শিল্প সম্মেলনের পরেই কলকাতা পৌরসভার সঙ্গে রিলায়েন্সের চুক্তির বিষয়টি পাকা হয়ে গিয়েছিল। গতকাল মঙ্গলবার চুক্তি স্বাক্ষরিত হলো।

চুক্তি অনুযায়ী কলকাতা পুর এলাকায় সাড়ে সাতশ কিলোমিটার রাস্তার কেবল পাতবে রিলায়েন্স। প্রকল্পে বিনিয়োগ হবে প্রায় ৫০০ কোটি টাকা। কিলোমিটার পিছু পৌরসভার আয় হবে ৩৫৬ টাকা। আগামী দিনে রাজ্যে নিজেদের ব্যবসা বাড়ানোর কথা জানিয়েছে রিলায়্যান্স কর্তৃপক্ষ।

রিলায়্যান্সের পর আগামীকাল বৃহস্পতিবার এয়ারটেলের সঙ্গে চুক্তি করবে পৌরসভা।

এয়ারটেল কলকাতার হাজার কিলোমিটার রাস্তায় কেবল পাতবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।