আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতিরা করলে দোষ আর গণজাগরণ করলে ওয়াও

হারানো সুর খুজে বেড়াই হেফাজতিরা প্রথম দিন থেকেই সাভারের উদ্ধার অভিযানে ছিল। অথচ সাভার ট্রাজেডির প্রথম দিকে দেখলাম হেফাজতিরা এখন কৈ এই ধরণের প্রশ্ন। ৬ ই এপ্রিল মহাসমাবেশে থাকতে পারে আর সাভারের ট্রাজেডিতে কেন নাই, এই নিয়া ফেসবুকে অনেক চিল্লাচিল্লি স্ট্যাটাস নজরে আসছিল। যারা এইসব স্ট্যাটাস দিয়েছিল - তারা ধরেই নিয়েছিল যে এখানে হেফাজতিরা যাবে না। হায়রে তাদের অন্ধবিশ্বাস। পরে হেফাজতিরা মাথায় ব্যান্ড লাগায়ে উদ্ধার অভিযানে। মুন্নী সাহা ওরফে চুন্নী সাহার এটিএন (ওরফে সিটিএন) নিউজ এইটাকেই হাইলাইট করে খবর করে যে হেফাজতিরা কেন মাথায় ব্যান্ড লাগিয়ে এইখানে আংশ নিচ্ছে? ওরা সাভার ট্রাজেডিটাকেও নিজেদের প্রচারণার অংশ হিসেবে নিচ্ছে! এই নিয়ে ফেসবুকে দেখলাম এক দল মানুষের অনেক উগ্র মন্তব্য। হায়রে মুন্নী, জাতি এখন তোমাকে দূরবীন দিয়ে খুজতেছে। আমি এখন দেখতে চাই এই মুন্নী কি বলে এই ছবি দেখে- যেখানে গণজাগরণ মঞ্চের ছেলেরা পুরা একখান মার্ক করা গেঞ্জী পরেই অংশ নিচ্ছে? মুন্নীরা কি খালি পুতুল হয়ে বদনাম কুড়াতেই থাকবে? নাকি তাদের নিজেদের চক্ষু খুলবে কোন এক কালে? পুরো ছবি দেখতে এইখানে ক্লিক করুনঃ Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.