আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুর কাছে খোলা চিঠি-১

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

নীলনয়না,(আসল নামটা বদলে দিতে হলো) তোর সাথে দেখা নেই কদ্দিন হিসেব করেছিস??আঙুলে গুনে তুই হিসেব করবি না জানি। কারণ তোর কাছে এইসব সময়,কথা বলা,মোবাইল করা,মেইল বা চিঠি পাঠানোর চাইতেও বড় জিনিস হৃদয়ের বাঁধন,হৃদয়ের উপলদ্ধি। তারপরও মাঝে মাঝে যখন স্কুলের কথা মনে হয়,মনে পড়ে আমারা একসাথে কত মজাই না করেছি!প্রায় প্রতি বছর স্কুল বদল করা এই আমি অনেক বন্ধু পেয়েছি,তবে তোর মতো??হাতে গোনা গুটিকয়.....মনে আছে,তোকে আর আমাকে অনেকেই দু'বোন মনে করতো,আর আমরাও সেইটা নিয়ে মানুষকে কত ঘোল খাইয়েছি!! আবার মনে পড়ে,একদিন ক্লাসে তোর গালে আমি ঘুষি মেরেছিলাম আদর করে....আর স্যার তা দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছিলেন না। আমাকে শুধু বলেছিলেন-''নিশা রে...তুই যে কবে বড় হবি!!কবে যে তোর কান্ডজ্ঞান হবে!!!'' অথচ আমরা তখন ক্লাস নাইনে! আমরা কী পরিমাণ দুষ্টুমি করতাম!! একদিন দেখেছিলাম,তুই খুব কনফিউজড,কিছু একটা হয়তো বলতে চাস। আমি জানতে চাইলাম।

আমি জানতাম তোর কোন বন্ধু ছিল না আমি ছাড়া। আমি যখন তোর সাথে মিশতে শুরু করলাম,তখন অনেকেই হয়তো আচমকা তোকে খেয়াল করেছিল। তুই ভয় পেতি যদি আমি কখনো তোকে ছেড়ে যাই! তুই ভাবতি তোর ফ্যামিলির কথা জেনে আমি যদি তোকে বন্ধু হিসেবে না মনে করি!তাই তুই সেদিন ইতস্তত করে শেষ পর্যন্ত বলেই ফেললি যে তুই ব্রোকেন ফ্যামিলির মেয়ে আর তোর মা প্যাথেড্রিন আসক্ত। কিন্তু তুই জানতি না,আমি এসব কথা অনেক আগে থেকেই জানতাম। তুই ভীষণ অবাক হয়েছিলি,এতোসব জেনেও আমি তোকে আমার বন্ধু হিসেবে নিয়েছিলাম।

হ্যাঁ,নিয়েছিলাম আর আজো তোর খুব ভালো বন্ধু হয়ে আছি। কারণ আমাদের বন্ধুত্ব ওই বিধাতারই সৃষ্টি! আমি চলে আসার আগে তোকে একটা ডায়েরি দিয়ে এসেছিলাম-আমার প্রিয় গানগুলো লিখে দেবার জন্য। আমি জানি,তুই এখনও সেই ডায়েরিতে লিখে চলেছিস... তুই আর আমি সারাদিন গান গাইতাম। আমি যদিও টুকটাক শিখতাম,কিন্তু তুই না শিখেও যে সুন্দর গাইতি!!সত্যি বলছি হিংসে হতো! অবশ্য তুই নিজেই বলতি,সৃষ্টিকর্তা নাকি আমাকে হিংসে আর অহংকার-এ দুটো জিনিস দিতে ভুলে গেছেন। জানি না কতটুকু ঠিক.....তবে তোর এই কথাটার মর্যাদা রাখার চেষ্টা আমি আমৃত্যু করে যাবো।

তোর বিয়েতে কি কি মজা করব তার কত প্ল্যান ছিল!কিন্তু এমন সময় বিয়েটা হলো....যাক গে,জীবন তো আর শেষ হয়ে যায় নি!সবকিছু নিয়ে তুই খুব ভালো থাক-এই প্রত্যাশাই করি! নন্দু,সত্যিই তোকে ভীষণ মিস করি রে! জয়ি (তুই যে নামে ডাকতি)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।