আমাদের কথা খুঁজে নিন

   

কুন পথে যাবো আমি কুনটা আমার পথ-১০

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

ভোর ৫-০০ : নামাজ পড়া ৫-৩০ থেকে ৮-৩০ : অংক ৯-৩০ থেকে ১২-৩০ : জীব/পদার্থ/রসায়ন ২-০০ থেকে ৪-০০ : সামাজিক বিজ্ঞান ৭-০০ থেকে ১০-০০ : বাংলা/ইংরেজি উপরোক্ত রুটিন ছিল আমার মাধ্যমিক পরীক্ষার রুটিন। এইভাবে তিনমাস পড়লে পাশ নিশ্চিত এবং ভাল রেজাল্ট সম্ভব এইরকম গ্যারান্টি ছিল। মাস্টার মশাই দিব্বি দিয়েছেন তোকে বাবা পাশ করতেই হবে। না হলে উনার মুখটা একেবারে চুন কালিতে ভরে যাবে। ছাত্র হিসেবে মাস্টার মশাইয়ের এই অবস্থা থেকে উওরনের জন্য আমার প্রানপন প্রয়াস চালাতে হবে, এই রকম কিছু আমার মা আমাকে বললেন।

কিন্তু আগত্যা কি হইল? আমার রুটিনটা কেমনে কেমনে জানি পরিবর্তন হইয়া গেল। নিচের রুটিন টা ছিল আমার যা পরীক্ষার আগের ২ মাস চালিয়েছি। ভোর ৫-০০ : গভীর ঘুমে মগ্ন ৫-৩০ থেকে ৮-৩০ : তখনো আমি ঘুমে ৯-৩০ থেকে ১২-৩০ : খাবার খাওয়া এবং বন্ধুদের সাথে বাইরে যাওয়া ২-০০ থেকে ৪-০০ : বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা এবং শেষে বাড়ি ফেরা ৭-০০ থেকে ১০-০০ : সন্ধ্যাকালীন আড্ডা সাথে বিড়ি, চা এবং বাড়ী ফেরা। ১১-০০ থেকে ৩-০০ : রসময়গুপ্ত পড়া এবং এর কার্যকারীতা বের করা এবং ঘুম। ওদিকে বাবা মা মাস্টার মশাই সবাই আতংকিত হইয়া আমাকে হারিকেন দিয়া বিভিন্ন আড্ডার স্থল থেকে ধরে আনা শুরু করলেন অতপর বোঝালেন।

কিন্তু যেই লাউ সেই কদু। আমি তো এবার ঘরেই পড়ালেখার নাম করে ঘরে দ্বোর দিয়া বিড়ি ফুকি, রসময়গুপ্ত পুরাটা মুখস্ত প্রায় শেষ করে ফেলেছি। পরীক্ষার ঠিক ১ মাস বাকী রইল, মাস্টার মশাই কোথা থেকে যেন তিনটা জালি বেত নিয়ে আসলেন যা আমি টেরও পাই নাই। পড়ার নাম করে আমার ঘরে এসে দ্বোর দিয়ে আমাকে উলঙ্গ করে মুখে গামছা বেধেঁ ইচ্ছামত তিনটা জালি বেত আমার শরীরের বিভিন্ন স্থানে একেবারে উলে দিলেন, বিশেষ করে পশ্চাতে মেরেছেন যেন কাউকে দেখাতে না পারি। সেদিন প্রচন্ড জ্বর আসলো, চার পাঁচটা কম্বল দিয়ে ঢেকে দেয়া হলো কিন্তু কাজ হলো না, শেষ মেষ ডাক্তার ডেকে ওষুধ খাইয়ে জ্বর কমানো হলো।

এর পর কি হয়েছে তা না হয়.... থাক থাক লজ্জার কতা... অনেকটা সময় পেরিয়েছে আমি মাধ্যমিক, উচ্ছ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে আসলাম। এর পর ইউনির্ভাসিটিতে গেলাম, ভালই চলছিল, সবার মধ্য ভাল পড়ালেখার একটা টান টান উওজনা। তখন আমার রুটিন ছিল এই রকম সকাল ৯-০০ : ঘুম থেকে উঠা ১০-৩০ থেকে ১-০০ : প্রতিনিয়ত ক্লাস করা ২-০০ থেকে ৫-০০ : বাসায় ফেরা এবং খাওয়া দাওয়া ৫-০০ থেকে ৮-০০ : শুধুই আড্ডা ৯-০০ থেকে ১০-০০ : বাসায় ফেরা এবং খাওয়া দাওয়া করা ১১-০০ থেকে ৩-০০ : পড়াশোনায় খেয়াল করা কিন্তু বিধি বাম প্রেমে একবারে ডুব মারলাম, সুন্দরী আমাকে একেবারে প্রস্তাব দিয়ে দাড়িয়ে থাকলো, তার জবাব চাই, কি আর করা একবারে ডুব মেরে গেলাম। তখন আমার রুটিন টা ছিল এই রকম সকাল ১১-০০ : ঘুম থেকে উঠা ১২-০০ থেকে ৫-০০ : প্রতিনিয়ত ডেটিং করা ৫-০০ থেকে ৭-০০ : প্রেমিকাকে পৌঁছে দিয়ে বাসায় ফেরা ৮-০০ থেকে ১০-০০ : প্রেমিকার ছোট বোন কে পড়ানো ১০-০০ থেকে ১১-০০ : বাসায় ফেরা এবং খাওয়া দাওয়া করা ১১-০০ থেকে সারারাত : ফ্রি কথা বলা ডুব মারার পর.. মাইনে যকন আমার তেল শেষ তকন সুন্দরী কেমন কইরা জানি আমারে কইল 'ভাইয়া আপনার সাথে যত দিন কতা বলেছি মনে হয়েছে আমার বড় ভাই, আর আমার বুনকে ফ্রি পড়ানোর জন্য অনেক ধন্যবাদ, আগামী সপ্তাহে আমার বিয়া অবশ্যই আসবেন, আর হে গিফট আনার দরকার নাই'.... আরে হালীর জী হালী ফোনে যে আমার লগে তোর ব্রার সাইজ তার পর কোন কারনে তলে কি পরছোস, তার পর ভালবাসার কতা কইয়া চিপার মইধ্য নিয়া যে চুম্মা দিছোস.. এগুলা কি তোর ভাইয়ের লগে করছোস.... মা*ী..... যাই হোক আমার ভাষার জইন্য দুখিত। বোঝেন না কাটা গায়ে নুন পড়ছে..... হুমমমম... খারান একটা বিরি টাইনা আহি.... দুপুর ১-০০ : ঘুম থেকে উঠি ২-০০ থেকে ৫-০০ : ছ্যাকা মাইন গান হুনি ৫-০০ থেকে ৭-০০ : গাঁন্জায় বারি দেই ৮-০০ থেকে ১০-০০ : দুই চার বোতল ডাউল সেবন করি ১০-০০ থেকে ৩-০০ : সিগারেট আর চা... ভোর ৫-০০: ঘুমের ব্যর্থ চেষ্টা অতপর নকটিন খাইয়া বেতাল হইয়া ঘুম... অনেক কিছু কইলাম.... আর নাহ.... পেমের পতটাও হালার এক্কেরে পাউডার... খালি পিছলা খাইলাম আর কোমরের হাড্ডি ভাংলাম।

যাই কি বলে নতুন মাল আইছে টেস্ট কইরা আসি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।