আমাদের কথা খুঁজে নিন

   

বেগুনবাড়ী খালের কিছুই কি থাকবেনা?



ঝিলের পাশেই আমাদের বাসা। যখন এ বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে উঠি তখন ঝিল হিসেবেই চিনতাম। পরে জেনেছি এটাই বেগুনবাড়ী খাল। রামপুরা ব্রীজের উপর কেউ দাঁড়ালেই বুঝতে পারবেন এই খালের গুরুত্ব কতটুকু। শহরের ময়লা আবর্জনাগুলো প্রতিনিয়ত নিষ্কাশণ করছে আমাদের বেগুনবাড়ী খাল।

তাছাড়া বর্ষা মওসুমে বৃষ্টির পানি নিষ্কাশণতো আছেই। আসলে বেগুনবাড়ী খালের গুরুত্বটা কাউকে নতুন করে বুঝানোর প্রয়োজন নেই। কিন্তু, আমাদের নগরবাসীর অতিপ্রয়োজনীয় এ খালটিকে প্রায় মেরে ফেলেছে ভূমি দস্যূরা। বেগুনবাড়ী খালটা এখন আর খুঁজে পাওয়া যাবেনা। খালের বুকে চর জাগিয়ে তুলেছে ডাকাতরা।

মনে হবে যেন পদ্মার বুকেই চর। সবার চোখের সামনেই খাল ভরাটকরণ প্রক্রিয়া চলছে কয়েক বছর ধরেই। কেউ কিছু বলছেনা। মনে হচ্ছে ওরা সরকারের কাছ থেকে খালটা ভরাটকরণের জন্য বিনে পয়সায় নিয়ে নিয়েছে। খালতো এখন আর নেই; ভরাটকৃত খালের পাশেই আছে ছোট্ট সরু ড্রেইন।

সেটুকুও শেষ করে ফেলছে ভূমি দস্যূরা। আমি বুঝতে পারছিনা আমরা কিভাবে থাকবো এই শহরে? এখনই একটু বেশী বৃষ্টি হলে ডুবে যায় পুরো শহরের রোড ঘাট। এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে পুরো শহরবাসীই বৃষ্টির পানিতে ডুবে যাবে। ব্লগের সাংবাদিক ভাইয়েরা, আমাদের বেগুনবাড়ী খালের অবশিষ্টাংশটুকু বাঁচানোর জন্য আপনারা কি কিছু করতে পারবেন? পরিবেশবাদীরা শুধুই ফাঁকাফাঁকি করে মিডিয়ার কাভারেজ পাওয়ার জন্য। কাজের কাজ কিছুই করেনা।

আপনারা যদি বিষয়টা নিয়ে শক্ত হাতে লেখালেখি করেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।