আমাদের কথা খুঁজে নিন

   

মুসা ইব্রাহীমের আনন্দের বন্যায় যোগ হলো বেগুনবাড়ী, নিমতলীর অবিশ্বাস্য বেদনাময় মহাসাগরের।



এইতো কয়দিন আগে, এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের আনন্দের সাথে সারা দেশবাসি আনন্দের মিছিলে শরিক হয়েছিলেন। দেশবাসি বীরোচিত সংবোর্ধনা দিয়ে বরণ করেছিলেন এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে। আনন্দের রেশ কাটতে না কাটতেই দেশবাসি শুনতে পেলেন বেগুনবাড়ীর কিছু তাজা প্রাণের অকাল বিদায়, দেশবাসি হতবাক হয়ে দেখলেন একটি পাঁচতলা ভবন! ধ্বসের ঘটনায় অকালে ঝরে গেল ৩০ টি তাজা প্রাণ। আত্নীয় স্বজন লাশ দাফন করে বাসায় না ফিরতেই শুনতে পেলেন দেশবাসির জন্য নিমতলীতে অপেক্ষা করছে আরও ভয়াবহ দুঃসংবাদ। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১৭ টি লাশ দেখে জাতি বাকরুদ্ধ। এভারেস্টজয়ের আনন্দ মিছিলের পরে আগামীকাল দেশবাসি জাতীয় ভাবে পালন করবে শোক দিবস। শুধু কি অব্যবস্থাপনার কারণে আমাদেরকে আগামীকাল জাতীয় শোক দিবস পালন করতে হবে না ?? --- ** যদি অবৈধভাবে বেগুনবাড়ীতে পাঁচতলা ভবন না করত তাহলে হয়ত ৩০ টি তাজা প্রাণ অকালে ঝরে যেত না। ** যদি নিমতলীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারটি সঠিকভাবে পর্যবেক্ষণে থাকত তাহলে হয়ত বিস্ফোরণ ঘটত না আর ১১৭ টি তাজা প্রাণ অকালে ঝরে যেত না। শুধু কি অব্যবস্থাপনার কারণে আমাদেরকে এভাবে মৃত্যুর কলে ঢলে পড়তে হবে??? আজ যদি ঢাকা শহরে মাঝারি আকারের ভুমিকম্প হয় তাহলে ঢাকা শহরের অবস্থাটা কি হবে??? আমাদের জীবনের দাম কি এতই কম ???????????????????????????????? আল্লাহ আমাদের রক্ষা করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.