আমাদের কথা খুঁজে নিন

   

'ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত অপ্রীতিকর ঘটনার ইতিকথা প্রসংগে' এবং এ প্রসংগে সেনাবাহিনীর বিষেদাগার আর আমাদের জন্য নির্ধারিত রায়

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত অপ্রীতিকর ঘটনার ইতিকথা প্রসংগে এই শিরোনামে ইন্টারনেটে বাংরাদেশ আর্মি সম্পাদিত এবং তাদের ঠিকানায় এই লেখা পড়লাম । যত না বিস্মিত হলাম তারচেয়েও অনেকবেশী করুণাসিক্ত হলাম । করুণা তাদের প্রতি যারা এতো চেষ্টা করে পুরো বিষয়টিকে একেবারে একপেশে ভাবে উপস্থাপন করেছেন ; কিন্তু তারপরেও কি শাক দিয়ে মাছ ঢাকা যায় ।

পুরো লেখাটা পড়া দুসাধ্য ; অন্তত কোন কালে যদি আপনার গায়ে ছাত্র নামের কালিমা (!!) থাকে । এবং পুরোটা পড়া হয়ে গেলে আপনার মনে কিছু প্রশ্নের তৈরী হবে । যদি শর্ত থাকে এইযে কোন প্রশ্ন করা যাবে না তবে সে প্রসংগ ভিন্ন । কেননা যদি বন্দুকই সকল ক্ষমতার উৎস হয় তবে সূর্যের স্থির থাকতে কোন দোষ নাই । বরং পৃথিবীই সূর্যের চারদিকে ঘুরতে পারে ।

!! ব্লাক হোলে চোখ বাধা অবস্থায় ডঃ আনোয়ার হোসেন তার শিক্ষার্থীদের নির্যাতনের আর্তনাদ শুনেন তবে তিনি শিক্ষার্থীদের হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতেন পারেন । কিন্তু..... কিন্তু তাতে সূর্য কতক্ষণ স্থির থাকবে ?? আমি জানি না । সূর্য হয়তো স্থির থাকে না । কিন্তু আমরা সন্ত্রস্ত হয়ে পড়ি । জীবন বাচানোর তাগিদে , পরিবারের সদস্যদের বাচানোর তাগিদে আমরা সব মেনে নেই ।

মাঝে মাঝে আমাদের টাকায় পোষা কুকুরের কাছে করতে হয় আত্মসমর্পণ । কেননা জলাতংকের আমাদের ব্যাপক ভয় । আতংকে আমরা ভীত হতে থাকি । আমরা ভুলে যাই নিজের অস্তিত্ব । আমরা জানি কেন শিক্ষকদের এবং শিক্ষার্থীদের শাস্তি দেয়া জরুরী ।

তাদের মনে ভয় ঢুকিয়ে দিতে পারলেই হলো তবে সেনাশাসনের জন্য আর কোন পথের কাটাই থাকলো না । দেশের ব্যবসায়ীরা দুর্নীতি করেও মুক্ত হয় নইলে যে দেশের অর্থনীতির চাকা অচল হয় । আর শিক্ষকরা অন্যায়ের প্রতিবাদ করলে জেল হয়, তাদের জেলে রাখতে পারলে যে তাদের অন্য লাভ তা বুঝতে মানুষের দেরী হবার কথা নয় !!! মাথায় ভোতা অনুভূতি হয়...... নিজের বোধ অসাড় হয়ে যায়.....মনে আসে ভয় আর মননে বিষন্নতা... আমরা করজোড়ে বলি .. তোমরা আমাদের নিস্কৃতি দাও, আমরা সবাই অপরাধী । আমরা সবাই অপরাধী, তোমরা আমাদের বিচার করো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.