আমাদের কথা খুঁজে নিন

   

৭১-এ বাঙালির শ্লোগান

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

৭১-এ বাঙালির শ্লোগান শ্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন । শ্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশমন..শ্লোগান...শ্লোগান...শ্লোগান... । প্রতুলের একটি গান ।

'আমি বাংলায় গান গাই' গানটির গায়ক এবং লেখক এবং সুরকার প্রতুল মুখোপাধ্যায় । আমাদের দেশে শ্লোগান সময়ের আবর্তে অনেক সময় অনেক রকম দেয় হয়েছে । এক একটি শ্লোগানের সাথে মানুষের আবেগ-ভালোবাস-ক্ষোভ-প্রতিবাদ-চাওয়া অনেক কিছুই প্রকাশিত হয় । আমাদের এদেশের মানুষ দীর্ঘদিন ছিল শোষিত-নিপীড়িত এবং বঞ্চনার শিকার । তাই এদেশের মানুষের স্বাধিকার সংগ্রামও দীর্ঘদিনের ।

সময়ের প্রয়োজনে, নানারকম চাহিদায় মানুষের শ্লোগানের ভাষা পরিবর্তিত হয়েছে এবং হবে । আমাদের স্বাধিনতা আন্দোলনের সেইসব শ্লোগানের নির্বাচিত সংকলন করতে চাই । আমি এই মুহুর্তে সেসব শ্লোগান মনে আসছে সময়ের ক্রম ছাড়াই লিখছি । এবং যে শ্লোগান গুলো বাদ যাবে আপনাদের প্রতি অনুরোধ আপনারা সেগুলো সংকলিত করুণ মন্তব্যে । এবং এরপর সকল নির্বাচিত শ্লোগন নিয়ে তৈরী হবে একটি পোস্ট ।

আপনাদের সার্বিক সহযোগিতার প্রত্যাশায়.... [ বিশেষ দ্রষ্টব্যঃ জামাত-শিবির-রাজাকারদের কোন মন্তব্য করা যাবে না । করলে তা মুছে ফেলা হবে । (সাধারণত কখনওই আমি কোন কিছু মুছি না )] ১.বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো । ২. তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যুমনা ৩.জাগো জাগো বাঙালি জাগো ৪.দুনিয়ার মজদুর এক হও ৫.ঘরে ঘরে দুর্গ গড়ো বাংলাদেশ মুক্ত করো ৬.জয় বাংলা ৭.ছাত্র-শিক্ষক-জনতা গড়ে তোল একতা ৮. জেগেছে রে জেগেছে বাঙালি জেগেছে ৯.শহীদের রক্ত বৃথা যেতে দিবো না ১০. রক্তের বন্যায় মুছে যাবে অন্যায় ১১. পাকিস্তানের দালালেরা হুশিয়ার সাবধান [ফারহান দাউদ- এর ব্লগ থেকে নিচের শ্লোগান গুলো] ১৯৫৩: "শহীদ স্মৃতি অমর হউক। " ১৯৫৬: "মৃত্যুমুখী মানুষকে বাঁচাও" ১৯৬২: "শিক্ষা সংকোচন নীতি পরিহার কর" "পূর্ব বাংলাকে শোষণ করা চলবে না" "২০ টাকা মণ দরে চাউল চাই" "স্বায়ত্বশাসন দিতে হবে" "রাজবন্দীদের মুক্তি চাই, নিরাপত্তা আইন বাতিল কর।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জিন্দাবাদ" "ভাসানীর দাবী দেশের দাবী ভাসানীর দাবী মানতে হবে। " "গণধিকৃত এবডো আইন বাতিল কর রাজনৈতিক দল আইন বাতিল কর নিরাপত্তা আইন বাতিল কর। " "এক কেন্দ্রিক নয় ফেডারেল পদ্ধতির গণতন্ত্র মানতে হবে" ১৯৬৪: "মোদের গরব মোদের আশা,আ'মরি বাংলা ভাষা। " "আ-এ আদা র-এ রসুন এ নাম জপে বুলবুল। " ১৯৬৬: "সোনার দেশ আজ শ্মশান কেন!!" "গণসংগ্রামেই বাজবে গণমুক্তি " "অর্থপাচার বন্ধ কর " "৬ দফাই গণমুক্তির মহাসনদ" "৬ দফা আমাদের বাঁচার দাবী" "৬ দফা ভিত্তিক স্বায়ত্বশাসন দিতে হবে" "পূর্ব বাংলার পূর্ণ আঞ্চলিক স্বায়ত্বশাসন দিতে হবে" "সহজলভ্য শিক্ষা চাই" ১৯৬৭: "ছাত্রসহ সকল রাজবন্দীদের মুক্তি চাই' "সকল রাজনৈতিক মামলা দণ্ডাদেশ বাতিল কর" "১১ দফার বাস্তবায়ন চাই " "নারী শিক্ষার প্রসার চাই" "সংবাদপত্রের কণ্ঠরোধ চলবে না" "কমিউনিস্ট পার্টির উপর বিধিনিষেধ প্রত্যাহার কর" ১৯৬৮: "গণতন্ত্র কায়েম কর।

"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।