আমরা আমাদের যার যা সাধ্যমত দান করছি। আমরা চেষ্টা করছি ঘুর্ণিদুর্গত আমাদের ভাই বোন দের পাশে দাঁড়াতে। আমরা আমাদের সামর্থ অনুযায়ী কাজ করছি । কিন্তু আরো ভালো কি হত না যদি আমরা আমাদের সামর্থকে ছাড়িয়ে যেতে পারতাম। কিংবা বলতে পারি আমরা আমাদের সামর্থকে বড় করে ফেলতে পারতাম, বিস্তৃত করতে পারতাম।
কিভাবে? আমার সামর্থ দুই টাকা। আমি তাকে কিভাবে চার টাকা করব? নিজে না খেয়ে? অবশ্যই না। আমরা একটা কাজ কিন্তু সবাই করতে পারি। আমাদের অপচয়গুলোকে রোধ করতে পারি। অন্ততপক্ষে অপচয়কে কমাতে তো পারি।
আমি আপনি আমরা সবাই কিন্তু প্রতিদিন নানাক্ষেত্রে অপচয় করছি, অপব্যয় করছি। সমস্যা হচ্ছে আমরা তা বুঝতে পারছি না বা বুঝতে চাচ্ছি না। বর্তমান বিশ্বের মার্কেট ইকনমি আমাদের দিয়ে প্রয়োজনীয় অপ্রোয়জনীয় সব ব্যয়ই করাচ্ছে।
যাই হোক আমরা যদি একটু সচেতনভাবে চিন্তা করি বা একটা লিস্ট তৈরী করি তাহলে দেখবো আমাদের দৈনন্দির অনেক অপব্যয়ের ক্ষেত্র আছে। বর্তমান কঠিন সময়ে সেগুলোকে যদি একটু সংযত করি তাহলে হয়ত দেশের দুর্গত জনগণের তথা আমাদের নিজেদেরও অনেক উপকার হতে পারে।
এই ধরুন আজ দুটো সিগারেট কম খেলাম, চা নাস্তার আড্ডায় দিনে দুবারের জায়গায় একবার গেলাম। আবার যেখানে হেঁটেই যেতে পারি সেখানে রিকশা বর্জন করলাম .. ................ ইত্যাদী ইত্যাদী । এমনিভাবে আপনি আপনার নিজের অপব্যয় বা অপ্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্র চিহ্নিত করতে পারেন। এভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের সামর্থকে বাড়াতে পারি এবং নিজের তথা দেশের কল্যান করতে পারি। আর আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সংগবদ্ধ হয়ে বিশাল ফলপ্রসু ভূমিকা রাখতে পারে।
এখন সময় এসেছে আমাদের ব্যক্তিগত সামাজিক এবং জাতিগত অপচয় অপব্যয়গুলোকে চিহ্নিত করার এবং নিজেদেরকে এগিয়ে নেয়ার। যাতে করে ভবিষ্যতে কোন দুর্যোগই আমাদেরকে অসহায় করে তুলতে না পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।