আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইনব্লগের ব্লগারদের নিয়ে মহাসম্মেলন- প্রস্তাবিত কিছু নাম

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

অনেকটা কৌতুহল থেকেই আমি সামহোয়ারইনব্লগের ব্লগারদের নিয়ে মহাসম্মেলন করার প্রস্তাব নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। তবে সেই পোস্টে যে সাড়া পেয়েছি তা আমার ধারনায় ছিল না। এটি প্রমাণ করে সামহোয়ারের ব্লগারদের অনেকেই চান ব্লগারদের নিয়ে একটি সম্মেলন হোক। প্রথমবার তারিখ ১০ ডিসেম্বর এবং সময় সাড়ে ৪টা বলা হলেও পরবর্তীতে ব্লগারদের দাবির পরিপ্রেক্ষিতে তারিখ ১৬ ডিসেম্বর এবং সময় বিকাল ৪টা করা হয়েছে। এর ফলে আশা করা যাচ্ছে বেশি সংখ্যক ব্লগারের উপস্থিতি ঘটবে।

প্রাথমিক পর্যায়ে যে চিন্তাচেতনা নিয়ে এ ব্লগার সম্মেলনের ঘোষণা দিয়েছিলাম তার অনেক পরিবর্তন ঘটে গেছে কয়েকদিনে। এখন আমি এবং আমরা ব্লগাররা খুবই আন্তুরিকভাবেই চাচ্ছি এই ব্লগার সম্মেলন বেশ বড় পরিসরে হোক। পুরাতন থেকে শুরু করে নবীন ব্লগারদের মিলনমেলা হয়ে উঠুক এই ব্লগার সম্মেলন। সেজন্য আমার বেশ কিছু আইডিয়া এসেছে। এই আইডিয়াগুলো বাস্তবায়ন করতে পারলে এই ব্লগার সম্মেলন অনেক বেশি কার্য্যকর হবে বলে মনে করছি।

সামহোয়ারইনব্লগের ব্লগার মহাসম্মেলনটি সঠিকভাবে করতে সিনিয়র ব্লগারদের পাশাপাশি নবীন ব্লগারদের সহযোগিতা লাগবে। আমি এই পোস্টে বেশ কয়েকজনের নাম প্রস্তাব করতে চাই, যারা এই ব্লগার সম্মেলনের সফলতার বিষয়টি নিয়ে চিন্তা করবেন। এখানে লক্ষ্যনীয়, আমি যাদের নাম প্রস্তাব করবো আমার কাছে মনে হয়েছে তাঁরা ভালো ব্লগার, ভালো লেখেন, পজিটিভ চিন্তাধারণা রাখেন, তাঁদের নেতৃত্বের গুনাবলী রয়েছে। নাম প্রস্তাবের পরে কেউ যদি নাম প্রত্যাহার করতে চান তাহলে অবশ্যই তা পারবেন। বিশেষ কয়েকটি নাম প্রস্তাব মানে এই নয় যে আমি অন্য সব ব্লগারদের ছোট করে দেখছি।

বিষয়টি শুধু এই যে আমার মনে হয় সকল কাজই নিদ্দিষ্ট কর্মপদ্ধতি অবলম্বন করে করা উচিত। আমি নিচে বেশ কিছু নাম প্রস্তাব করছি- প্রধান অতিথি - আরিল ( বাংলা ব্লগিংয়ের প্রসারণের ক্ষেত্রে আরিলের অবদান অনস্বীকার্য। আমরা সেই আরিল কে সম্মান জানাতে চাই। ) সম্মেলন সমন্বয়ক Ñ আরিফ জেবতিক ( ভেলরি এ টেইলরের ঘটনা দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন কতোটা মানবীয় গুনাবলী এবং নেতৃত্বের গুনাবলী তাঁর মধ্যে রয়েছে। ) বিশেষ অতিথি - * মাহবুব মোর্শেদ * রাগইমন * বাত্য রাইসু * কৌশিক আহমেদ * কালপুরুষ * অমি রহমান পিয়াল * উদাসী স্বপ্ন * শাহানা * ভাস্কর চৌধুরী * জিয়াউদ্দিন সাইমুম * লাভলুদা বিশেষ কিছু কথা : আমি ঢের জানি প্রবাস থেকে বেশ কিছু ব্লগার চমৎকার লিখেন।

কিন্তু সঙ্গত কারনেই তাদের কারো নাম এ তালিকায় যোগ করা গেল না। আশা করছি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হবে। সম্মানিত অতিথি - সামহোয়ারইনব্লগের সকল ব্লগার। প্রস্তাবিত নামগুলো সমন্ধে যেকোন ধরনের মন্তব্য কিংবা অভিযোগ থাকলে তা জানাতে পারবেন। তবে সেটা যুক্তিযুক্ত হবে তাই প্রত্যাশা করবো।

আশা করছি এতে কোন ব্যক্তিগত আক্রমন হবে না। আরেকটি বিষয় হলো, আমার সাথে এরই মধ্যে সহ আয়োজক হিসেবে রিজভী ভাই যোগ দিয়েছে। আমি অন্তত আরো ৮ জনকে সহ আয়োজক হিসেবে পেতে চাই। এতে সকল কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। যারা যারা সহ আয়োজক হতে উতসাহী তারা প্লিজ বলুন।

এক্ষেত্রে নাম প্রস্তাব করতে পারেন যে কেউ। ব্লগার মহা সম্মেলনের সফলতা প্রত্যাশা করছি। সামনে আরো পোস্টের মাধ্যমে সর্বশেষ প্রস্তুতি সমন্ধে ব্লগারদের জানিয়ে দেয়া হবে। শুভ ব্লগিং।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.