আমাদের কথা খুঁজে নিন

   

ভানুর কৌতুক......

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

নিচের কৌতুকটি কোলকাতার বিখ্যাত কৌতুকশিল্পী ভানুর। এই কৌতুকটি বলে আমি স্কুলে একবার annual sports এ পুরস্কার পেয়েছিলামঃ শিরোনাম - "টেলিফোন বিভ্রাট" (ভানু ও একজন উর্দুভাষীর মধ্যে টেলিফোন সংলাপ) ক্রিং ক্রিং ক্রিং....... উর্দুভাষীঃ হ্যালো , আপ কৌন হ্যায় ? ভানুঃ আইগা আপনারা কে? উর্দুভাষীঃ আয়গা, আরে কোন আবেগা, কাহাসে আবেগা? তুম কৌন হ্যায়? ভানুঃ আরে না না আয়গা না, কইলাম এই আইগা..... উর্দুভাষীঃ আরে ফের ভি আয়গা, কৌন কাঁহাসে আয়গা? ভানুঃ আরে ধুর আয়গা না, জিগাই জিগাই... উর্দুভাষীঃ জগাই? ইয়াহা জগাই বলতে কই নেহি হে ভানুঃ আরে না না জগাই না জগাই না,জিগাই। ইসে পুছ, পুছ করতেআছি উর্দুভাষীঃ আরে ক্যায়া পাগলকাম ভি বাত কারতা হ্যায়? কুছ কুছ কুছ, ক্যায়া কুছ? ভানুঃ কি মহা মুশকিলে পরলাম। কুছ না, কুছ না, জিগাই।

আপনারা কি কেশরী চাঁদ বাবুর...... উর্দুভাষীঃ আরে ক্যাশ ছোরকে তো হাম কাম কাভি নেহি কারতা হ্যায়, তুম কেয়া মাঙতা হ্যায় বোলো.... ভানুঃ আরে ধুত্তর, আপনে তো বোঝলেন না, আপনেরা কি কেশরী চাঁদ বাবুর ..... উর্দুভাষীঃ ক্যাশ চাঁদ, ক্যাশ চাঁদ, তুম ক্যায়া মাঙতা হ্যায় ? ভানুঃ আরে মরাপোড়া কপাল আমার, কতাটাই ভালো কইরা শোনেন না। আমি কই আপনে কি কেশরী চাঁদ বাবুর গদীথ্থন কথা কইতা হ্যায়? উর্দুভাষীঃ আব সামাজরাহা হু, হাম কেশারী চাঁদ বাগারিয়া। আপ কৌন হ্যায়? ভানুঃআমি সইত্য নারায়ণ সার গদিথ্থন কতা কইতেআছি। উর্দুভাষীঃ ক্যায়া ? সাথ নারায়ন? ভানুঃআরে না না, সইত্য নারায়ন। আপনাগো পৌরজা।

উর্দুভাষীঃ হামারা পূজা !!! লো, ক্যায়া পূজা ??? ভানুঃ আরে না না পূজা না, পৌরজা। ভারাইট্টা। উর্দুভাষীঃ ভারহাট্টা? ভারহাট্টা কাঁহা হাম নেহি জানে.... ভানুঃ আহ্, কি যন্ত্রনায় পরছি রে মশয়, আরে ভারাইট্টা, আপনাগো উল্টাদিকের বাসার ভারাইট্টা। ঐ যে মাস মাস ভাড়া দেই সেই ভারাইট্টা। উর্দুভাষীঃ আহা, আব সামাঝগেয়া।

আচ্ছা তো কেয়া বোলতা হ্যায়??? ভানুঃ এই বোলতা হ্যায়, আমাগো গদীবাড়ির...... উর্দুভাষীঃ গদ্দীবালিশ? আরে গদ্দীবালিশ তো ইয়াহা নেহি মিলতা হ্যায়। হাম সোনা চান্দি কা কাম কারতা হ্যায়। গদ্দীবালিশ তুলাপাট্টি মে মিলতা হ্যায়.... ভানুঃ আরে না না গদীবালিশ না। আমাগো গদীবাড়ির একখান চাল..... উর্দুভাষীঃ চাউল কা কাম হাম নেহি কারতা হ্যায়.... ভানুঃ আরে ধুত্তরী মশায়, তুমি কি মশকরা কর নাকি আমার লগে, আমি কই আমাগো গদীবাড়ির একখান চাল ঝড়ে উরাইয়া লইয়া গ্যাছে..... উর্দুভাষীঃ চাউল ঝড় মে গেয়া তো হাম কেয়া কারেগা ??? ভানুঃ তোর গুষ্টির পিন্ডি কারেগা, তোর ঠাকুরমার শ্রাদ্ধ কারেগা। বেটা মাউরার হুত, যা কই শোনেনা, খালি প‌্যাচাল পারে।

উর্দুভাষীঃ কেয়া, তুম গালি দেতা হ্যায়? গালি দে গা তো তুমকো..... ভানুঃ চুপপপপ....গালি দিব না তোমারে চুমা দিব। একশবার গালি দিমু, হাজার বার গালি দিমু। হালায় কথা কইলে কথা বোঝেনা, যত কই আমাগো গদীবাড়ির একখান চাল ঝড়ে উরাইয়া লইয়া গ্যাছে, আমাগো জিনিস পত্তর সব নষ্ট হইয়া গ্যাছে। আর হালা মাউরায়, গদীবালিশ, চাইল ডাইল, তোর গুষ্টির পিন্ডি.... উর্দুভাষীঃ ফের বাগার বাগার কারতা হ্যায় ? গালি দে গা তো আভি দা চাপরি ভেরকে তুমকো ঠান্ডা বানা দে গা..... ভানুঃ কি!!!!!! আমারে ঠান্ডা বানাইবি??? ঐ রামা, রামদাটা লইয়া আয় তো, আইজ হালারে কাইট্টাই ফালামু, দো-আলাদা কইরা দিমু হালারে। (৩য় কন্ঠ)ঃ হ্যালো হ্যালো, ৩৫৩৭৭২??? আগরতলা থেকে ট্রাঙ্কল এসেছে, ছেড়ে দিন।

ভানুঃ আইচ্ছা, রামা, রামদা আর লামন লাগবো না, ট্রাঙ্কলের লাইগা তোমারে ছাইরা দিলাম। উর্দুভাষীঃ আরে হাঁ হাঁ বহুত দেখা হ্যায় ভানুঃ হালাস.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।