আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমাইতে চাই...

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ঘুমাতে চাই। জেগে থাকলে অসহ্য লাগে। মনটাকে মানানো যায় না। ঘুমের জন্য খেলাম একটা ঔষুধ। কিন্তু, সেটার রক্তে সর্বোচ্চ ঘনত্বে পৌছতে প্রায় দুই ঘন্টা সময় লাগে।

অর্থ্যাৎ দুই ঘন্টা ঘুমের অপেক্ষা। যদিও আগেই খেয়েছি,ফলে আমার প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করতে হবে । শালার ঘুমের ঔষুধ জোগাড় করা সমস্যা। দোকানে চাইলে বলে, “কেন ঘুম আসে না? শুইয়া থাকেন, ঘুম ঠিকই চইলা আইব, যাইব কই”। কি ঝামেলা!! কিছু ঔষুধের নাম বার করলাম।

চাইলেই দোকানদার বলে নাই। অবশেষে নিজের বায়োকেমেস্ট্রির জ্ঞান কাজে লাগিয়ে বার করলাম একটা ঔষধের নাম। ভাল ঔষুধ, বেশি খেলে মৃত্যু হবে না আবার নেশাও হবে না। যদিও আমি বেশী খাই না, একটা খাই। তাও মাঝে মাঝে।

আমি ঢুলতেছি, মানে কাম শুরু হইছে। ইনশাল্লাহ্‌, সব ব্যাথা বেদনা ভুলে একটা ঘুম হবে। কিন্তু, সকালে ঘুমটা ভাঙ্গে সেই সব স্বপ্ন দেখে যাদের থেকে বাচার জন্য এই ঔষুধ। বুকটা খুব ধড়ফড় করতে থাকে। ঘন্টা খানেক অশান্তিতে ভুগি।

এমনেই চলছে দিন রাত। কি যে করি? সবকিছুর মাঝে আমি নিঃসঙ্গ। শালার পৃথিবীর অন্যতম জনবহুল ঢাকা শহরে আমি নিঃসঙ্গ_ঢাকাবাসী মেইল আইডি নিয়া ঘুরি। এই পৃথিবীতে কেউ কি নেই যে আমার নিঃসঙ্গতা কাটাবে, আমার সাথি হবে? ?? আল্লাহ্‌ মালুম... ... ... ... ... আমি গেলাম ঘুমাইতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.