আমাদের কথা খুঁজে নিন

   

আহারে যদি ধূলা'র মত মূল্যবান হতে পারতাম!!

সুখীমানুষ

ছোটবেলায় দেখতাম বড়দের পায়ের ধূলা নেওয়া হতো। এই জিনিসটা অনেকেরই অপছন্দের ব্যাপার। কিন্তু কেন জানিনা, বাবা মা, পছন্দের স্যারদের পা ছুয়ে ছালাম করতে আমার খুব ভালো লাগে। এ যেন পা ছুঁয়ে ধূলা নেওয়া নয়, এ যেন শ্রদ্ধা ঢেলে দিয়ে আশির্বাদের পরশ-পাথর তুলে নেয়া। আজ এই ধূলা নিয়ে দু'একটি কথা লিখবো।

আপনারা ব্যাপারগুলো জানেন, হয়ত একত্রে মিলায়ে দেখেন নাই। ১। মোহাম্মদ(সাঃ) যখন আল্লাহ'র আরশ মোবারকে গিয়েছিলেন তখনও নাকি তাঁর পাদুকার সাথে ধূলা গিয়েছিলো আরশ মোবারকে। ২। আধুনিক এই বিশ্বের গোড়ায় রয়েছে ধূলার অবদান।

কিভাবে? চিন্তা করে দেখেন, কম্পিওটার, মোবাইল ফোন, টিভি, রেডিও (অর্থাত ইলেক্ট্রনিক্স জিনিসপত্র) কি দিয়ে তৈরী হয়? সিলিকন চিপ দিয়ে। এই সিলিকন আসে সিলিকন ডাই অক্সাইড (ধূলা) থেকে। চিন্তা করেন ধূলা নাই তো, কোন ইলেকট্রনিক্স যন্ত্রপাতিও নাই ! ৩। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সিলিকন এর উপস্থিতি যে কতটা দরকারী তা কেমিষ্টরা ভালো করেই জানেন... যাক্ বাবা আর না । যাই হোক যদি কারো পদ-ধূলি নেন তাহলে ভাববেন না কম মূল্যবান জিনিস নিচ্ছেন, এমনকি... যদি কেউ পদধূলি চায় তাহলে মোটেও ভাববেন না যে সস্তা জিনিস দিচ্ছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।