আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক স্থানে



কোন এক স্থানে; হেথা নয় , অন্য কোথাও, অন্য কোন খানে; যেখানে শোকসন্তপ্ত হৃদয় কিছুটা সহানুভূতি পায়। যেখানে ভ্রান্তি বিলাস নেই, নেই দাম্ভিকতা, যেখানে পদচুম্বন করে রক্তিম সোদা মাটি, বিশুদ্ধ বাতাস বুক ভরে টেনে, ছুড়ে ফেলি দূর করি দীর্ঘশ্বাস। বিষন্ন অতীত ধোয়ে ফেলি সেখানে পেয়ে যাই কিছুটা নিরবতা। শক্তি পাই বেঁচে থাকার নব জীবন পাই পাই নব সতেজতা নব পত্রপল্লব চিরহরিৎ সুশোভিত শোভা। দূরে কোথাও দূরে , লালপাহাড়ে বনে অন্য কোথাও অন্য কোন খানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।