আমাদের কথা খুঁজে নিন

   

হে মানুষ, এগিয়ে আস, তবে এগিয়ে আস (মানবতা)

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

হে মানুষ কেন তব চেয়ে আছ ছবির পানে, ক্যামেরা টানে কেন টাইলস্ হৃদ- পাষানে রুদ্ধ কানে পৌছে না সে হাহাকার। হে মানুষ, ক্ষুর্ধাতের বানীরা কেন ফিরছে গোমরা মুখে তব দ্বার হতে বারং বার। একটি ধ্বংস ও মাতামের জনপদে কেন ছুটছো হয়ে সাহারা কেন তব সম্পদে কঞ্জুসীর মিছে পাহারা। জাগো, ওঠো যে লাশ পড়ে আছে দেয়ালের নিচে নিরুপায়, গাছের আড়ালে, ক্ষেতে-বনে-বাদাড়ে, পানির তলে কিংবা কাঁদায় গলে, তাকে দাও মাটির পরশ যে আ হাতের ঘাড়ে বিশাল গাছের ডাল, তাকে টেনে তোল। আর যে শিশু এতিমের দাবী নিয়ে গৃহহীন মরছে যন্ত্রনায়, তাকে অন্ন দাও।

জাগো, জাগাও। হে মানুষ। এগিয়ে আসো। যখন আছে ঘরে কোরমার গোডাউন তবে সামান্য বাজেটের ঘাটতি বয়ে নেবে খাদ্যের জোগাড় অসহায় মানুষের দ্বারে। তবে হে মানুষ, ৫ মিনিট টকটাইমের টাকা, ১ লিটার গাড়ীর তেলের টাকা, চাইনিজ পার্টির সামান্য অংশ, নয়তো কোন এক ভিন্ন।

প্লিজ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।