আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ৩

“I think therefore I am” William "Bud" Post পৃথিবীর একজন শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষ কিন্তু হাতেগোনা যে কয়েকজন এইরকম ভাগ্যবান মানুষ আলোচিত হয়েছেন তিনি তাদের মধ্যে একজন। তিনি শ্রেষ্ঠ অসুখী ভাগ্যবান হিসাবেও বহুল পরিচিত হন। তিনি জ্যাকপটে ১৬.২ মিলিওন ডলার লটারি জয়ী হন ১৯৮৮ সালে। ১৯৩৯ সালে পেনিসিল্ভিনিয়াতে জন্ম নেওয়া William "Bud" Post গরীব পরিবারে জন্মগ্রহন করেন। ৫ বছর পরে তার মা মারা গেলে তার বাবা তাকে এতিমখানায় রেখে যান।

কর্মজীবনে তিনি রেস্টুরেন্ট এর সামনে দাঁড়িয়ে খদ্দের ডাকার কাজ, দিনমজুরী সবকিছুই করেছেন। নিজের একটি পুরনো হাতের আঙটি ৪০ ডলারে বন্ধক রেখে তিনি কয়েকটি লটারির টিকিট কেনেন ১৯৮৮ সালের কোন একদিন, সেই লটারিগুলোর একটিতেই জিতে নেন ১৬.২ মিলিয়ন ডলার। ২০০৬ সালে তিনি বলেন, “সবাই লটারি পাওয়ার আনন্দটাকে দেখে কিন্তু পাওয়ার পরের আতংক দেখে না। আমার মনে হয়ে এরকম যদি কখনও না হত তাহলে ভাল হত। এটা একটা বড় দুঃস্বপ্ন।

এই লটারি ছিল আমার জন্য অভিশাপ। ” কারন লটারি জেতার পরে তার বান্ধবী তার বিরুদ্ধে কেস করেন এই বলে যে এই লটারির ভাগিদার তিনিও। তার আপন ভাই একজন খুনী ভাড়া করে তাকে হত্যা করার জন্য। অন্যান্য ভাইবোনেরা তাকে দিয়ে জোর করে একটি গাড়ির ব্যবসায় নামায় এবং একটি বিলাস বহুল রেস্তোরা খোলায়। যেখান থেকে তিনি কোন আর্থিক সুবিধা পাননি বরঞ্চ তার ভাইবোনের সাথে তার সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়।

তিনি জেলও খেটেছেন, কারন তিনি তার ৬ষ্ঠ স্ত্রীর মাথার উপর দিয়ে রাগ বশত গুলি ছোড়েন । লটারি জেতার ৫ বছর পর, ২০০৫ সালে তার কাছে মাত্র ৩ লক্ষ ডলার থাকে। ২০০৭ সালে তিনি ব্যাংক থেকে ১ মিলিওন ডলার ঋণ নেন তার ব্যবসার জন্য কিন্তু সেখানেও তিনি অসফল হন। ২০০৭ সালে তিনি নিজেকে দেউলিয়া ঘোষনা করেন এবং ফুড স্টাম্পের জন্য আবেদন করেন। এই একই বছরে ১৫ জানুয়ারী ৬৬ বছর বয়সে শ্বাসকষ্টে ভুগে একপ্রকার বিনা চিকিৎসায় মারাযান।

মারা যাবার আগে চরম(!!) ভাগ্যবান এই মানুষটি তার ৭ নম্বর স্ত্রী এবং কমপক্ষে ৯ জন সন্তান রেখে যান। বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ২ বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ১ তথ্যসূত্রঃ ইন্টারনেট (চলবে)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.