আমাদের কথা খুঁজে নিন

   

ইভ নয় প্রথম মহিলা লিলিথ আর তার বিনাশের কাহিনী



লিলিতের কথা খুজে পাওয়া যায়না বাইবেলে কিংবা কোরানে। তাওরাদ বা তোড়াতেও অনুপস্হিত লিলিত। কিন্তু বেশ কিছু মেডিভিয়াল পুরান অনুযায়ী লিলিথ ছিল প্রথম নারী। লিলিথের সৃষ্টিই আদমের অস্হি থেকে নয়, ইশ্বর লিলিথ কে সৃষ্টি করেছিলেন মাটি থেকে আদমের মতো করে। লিলিথের অপরাধ সে বলেছিল, কামের সময় আমি কেন আদমের নীচে থাকব তার আর আমার জন্ম ধুলো থেকে সে আর আমি সমান, কেন আমাকে তার নীচে থাকতে হবে, আর সে আদমের সাথে কাম ক্রিয়ায় অংশ নিতে চায়নি এবং গার্ডেন অব ইডেন থেকে চলে যায়। সে দিক দিয়ে লিলিথ হয়তো ছিল প্রথম নারীবাদি যে সমাধিকার চেয়েছিল নারী আর পুরুষের। এ একই কারনে যাজকরা নারীকে যৌনতার সময় উপরে থাকতে নিষিদ্ধ করেছিল আরলি ক্রীস্চানাজিমর সময়। লিলিথের চুলের রং ছিল লাল তাই ইউরোপে লাল চুল ধারিনীদেরকে ডাইনি সন্দেহ পুড়িয়ে মারা হয়েছিল স্পেনিশ ইনকিউজুসনের সময়ে। লিলিথ আদিম সৃষ্টির রহস্যর এক বিতর্কিত চরিত্র


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।