আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে মুক্ত করলাম না মুক্তি পেলাম ?[ একটা ছ্যাকা খাওয়া গল্প]

আমি আমার মত, সকাল বেলা ঘুম ভাংলো মোবাইল ফোন এর শব্দে । ফোন রিসিভ করলাম । হ্যালো কি ঘুমাও নাকি । হুম । তুমি কেমন আছো ? আনেক ভালো ।

তাই নাকি । হু। কেন? আমার নতুন রিলেশন হইছে। তাই ,কার সাথে ? সামির এর সাথে । কে সামির? মানে কুমির ? হুম ।

আর শোনো সামির কে কুমির বলবা না ,ও আমার ব্য়ফ্রেন্ড। ওকে । { যার সাথে আমার এই ফনোলাপ তিনি আমার x gf , আর এই সামির তার খালাতো ভাই । যে ওর পিছে পিছে ঘুরতো । বিলেত পরে ।

আমার মত চাল চুলা বিহীন না । যার মাথায় বিলেতি টুপি আছে ,হাতে ডিগ্রি আর পায়ে ইটালিয়ান জুতা তার ই তো প্রেমিকা মানায় , কি বলেন ? এখন নিজেকে অনেক মুক্ত লাগছে । আমি না বুঝে , এ রিলেশন টা শুরু করছিলাম , ফোনে , কখনো সামনা সামনি দেখা হয় নাই । বড়লোকের এক মাত্র বেটি । যখন বুযলাম আস্তে করে ফিরে আসার চেষ্টা করলাম ।

কারন আমি জানি এটা হবার না । বাস্তব অনেক কঠিন । যা তুমি জানো না । তোমাকে হ্য়তো আমি অনেক কষ্ট দিয়ে ছি । কিন্তু এটা ভেবো না আমি অনেক সুখে ছিলাম ।

ছন্ন ছারা আমার জীবনে , তোমার আগমন ছিলো , বানরের গলায় মুক্তর মালার মতো । হুম বিবর্তন এর মাধ্যম এই বানর ও বুঝতে পারছে , মুক্ত তার জন্য না । আর তাই অবশেষে । মালা বদল , বানরের গলা থেকে ,মানুষের গলায় । আমার অস্তিত্তে তোমার অনুপ্রবেশ তার পর হতেই অশান্ত হৃদয় নগর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.