আমাদের কথা খুঁজে নিন

   

এক দুঃখী মেয়ের কাহিনী?



এক দুঃখী মেয়ের কাহিনী? দুঃখী মেয়েটির নাম তুলী। তার বয়স ১২বছর । মেয়েটি দেখতে খুব সুন্দরী । তুলীর মনে অনেক আশা ছিল লেখা পড়া করবে। তারা খুব গরীব।

তুলীর মা বাসাবাড়িতে কাজ করে তুলীকে স্কুলে পড়াতো কিন্ত তুলীর বাবা মোঃআনোয়ার হোসেন তুলীকে স্কুলে পড়াশুনা করতে দিতেন না । তুলীও তার বাবার কারনে স্কুলে যেতে পারে না । তুলীর বাবা মোঃআনোয়ার হোসেন খুব টাকার লোভ ছিল। টাকার লোভে তুলীকে এক দূষ্ট ছেলের সাথে বিয়ে দেয় । এই বিয়েতে তুলীর মা রাজি থাকে না ।

কারন ছেলেটির বয়স ছিল ৪০ বছর। ছেলেটি তুলির উপর অত্যাচার করে। তুলি অত্যাচার সহ্য করতে না পেরে আত্যহত্যা করে। আর যেন তুলির মত কোন মেয়ের জীবন অকালে ঝরে না পড়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।