আমাদের কথা খুঁজে নিন

   

আবারো কৌতুক



এবার আমি এক মোল্লা সাহেব সম্বন্ধে কিছু লিখেছি আশা করি পড়লে আনন্দ পাবেন। মোল্লা সাহেব একবার একটা পার্টিতে গিয়ে উপস্থিত। হঠাৎ একজন মোল্লা সাহেবকে উদ্দেশ্য করে বলে, মোল্লা সাহেবন আপনার পায়ে মোজা দুইটা দুই কালারেরর কারন টা কি। মোল্লা সাহেব আরে ভাই কি বলব আমিও ঘরে ঠিক এইরকম দুইটা দেখলাম। কিছুতেই হিসাব মিলাতে পারছি না।

-০- এক শহরে বড় ধরনের দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে শুনে মোল্লা সাহেবও অংশ নেওয়ার জন্য গেল। রীতিমত প্রতিযোগিতার জন্য সবাই লাইনে দাড়িয়েছে (মোল্লা সাহেব সহ)। রেফারী আওয়াজ করতেই সবাই দৌড়াচ্ছে কিন্তু মোল্লা সাহেব দৌড়াচ্ছে না। হঠাৎ মোল্লা সাহেব পিছনে ফিরে দেখতেই তিনি পিছন দিকে মুখ করে দৌড়াতে লাগল। সেকি শুধুই দৌড় মহাদৌড়।

সবার আগে চলে গেল মোল্লা সাহেব। কমিটি মোল্লা সাহেবকে প্রাইজ দেওয়ার সময় বলছে ওয়েল ডান। মোল্লা সাহেব বলছে রাখেন আফনের ওয়েল ডান আমার পিছনে কালো কুত্তা কে ছাড়ছিল সেইটা আগে বলেন। মোল্লা সাহেবের ছেলে যা বলে তা-ই সত্যি হয়ে যায়। একবার মাঠে খেলতে গেল মোল্লা সাহেবের ছেলে সবাই খেলছে।

হঠাৎ একটা ছেলে তাকে ধাক্কা মেরে ফেলে দিল। সে মনে মনে বলল কার যেন তোর পা ভেঙ্গে যায়। সত্যি করেই তার ঐ ছেলেটার পা ভেঙ্গে গেল। একদিনতো স্কুলে মাষ্টার সাহেব তাকে পড়া না পারার জন্য মারল। সে মনে মনে বলল কাল যেন মাষ্টার শালার হাত ভেঙ্গে যায়।

আরে ঠিকই কাল মাষ্টার সাহেবের হাত ভেঙ্গে গেল। একদিন তার দুষ্টামির জন্য তার বাবা তাকে খুব মারল। এবার সে মনে মনে বলল কাল যেন আমার বাবা মরে যায়। আরে ! এবার তার পাসের বাড়ীর করিম সাহেব মরে গেল। -০-


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.