আমাদের কথা খুঁজে নিন

   

ধৃষ্টতাপূর্ণ বক্তব্য...



"এখানে যুদ্ধ হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে, বাংলাদেশ সেই যুদ্ধের অংশ ছিল না" বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন ড.এ বি এম মাহবুবুল ইসলাম বলেছেন, 'যুদ্ধাপরাধী হতে হলে দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হতে হয়৷ কিন্তু আমাদের এখানে যুদ্ধ হয়েছে পাকিস্তান ও ভারতের মধ্যে ৷ বাংলাদেশ সেই যুদ্ধের অংশ ছিল না৷ এ কারণে বাংলাদেশে কখনোই যুদ্ধাপরাধী ছিল না ৷' গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে জামায়াতে ইসলামীপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম অব বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন৷ একই অনুষ্ঠানে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, 'যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মভিত্বিক রাজনীতি নিষিদ্ধের দাবি করার মতো বিলাসিতা এখন জনগণের নেই ৷' এই দুজন ছাড়া অন্য আলোচকদের বক্তব্যের সুরও ছিল একই রকম ৷ 'জাতীয় ঐক্য ও উন্নয়নের রাজনীতি: প্রেক্ষিত বাংলাদেশ ' শীর্ষক এই আলোচনায় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকেরা অংশ নেন৷ প্রধান অতিথির বক্তব্যে সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, 'এমনিতে মুদ্রাস্ফীতির চাপে জনগণের এখন দিশেহারা অবস্থা। এর ওপর দেশে কোনো কর্মসংস্থান নেই ৷ বর্তমান সময়ে জনগণের জন্য এর চেয়ে বড় কোনো সংকট নেই ৷ যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মভিত্বিক রাজনীতি নিষিদ্ধের দাবি করার মতো বিলাসিতা এখন জনগণের নেই ৷' মাহমুদুর রহমানের মতে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ভুল সময়ে ভুল মানুষ দ্বারা উচ্বারিত ভালো দাবি ৷' তিনি বলেন, সংবিধান অনুযায়ী তত্বাবধায়ক সরকারের একমাত্র কাজ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা ৷ বিশেষ পরিস্তিতির কারণে বর্তমান সরকারকে কাজের আওতা বাড়াতে হয়েছে ৷ এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে ৷ এই মূহুর্তে সরকারকে আরও কাজ হাতে নেওয়ার দাবি করা অসাংবিধানিক হবে বলে মনে করেন তিনি ৷ সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম কোরবান আলী বলেন, বর্তমান সরকার দূর্নীতির মূলোতপাটন ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটি সত, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নিয়েছে ৷ এই সময়ে ধর্মভিত্বিক রাজনৈতিক দল নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে সরকারের এই উদ্যোগকে বানচালের চেষ্টা করা হয়েছে ৷ গোলটেবিলের সন্চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মভিত্বিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবির বিষয়ে বলেন, 'ইতিহাস সম্পর্কে যারা জানে না, উন্নয়ন সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তারা কারণে-অকারণে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে ৷' বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির ট্রাস্টি কামালউদ্দীন জাফরী বলেন, কাদের স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচারের শ্লোগান তোলা গয়েছে তা খতিয়ে দেখতে হবে ৷ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাংয়ের ঢাকা ক্যাম্পাসের ড. মো: আব্দুস সামাদ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে সস্তা শ্লোগান ও বিতর্কিত বিষয় আখ্যা দিয়ে বলেছেন, যারা এসব কথা বলে তারাই প্রকৃত স্বাধীনতাবিরোধী ৷ এদেরই বিচার করা উচিত ৷ কারণ এরা গত ৩৬ বছরে যুদ্ধাপরাধীদের বিচার করেনি ৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিগ্গান বিভাগের শিক্ষক ড. মো: আবু ইউসুফ প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদার বিরুদ্ধে বিষোদগার করেন ৷ তিনি অভিযোগ করেন, সিইসি বিভিন্ন রাজনৈতিক দলকে উসকানি দিচ্ছেন৷ নির্বাচন কমিশনের সংগে সংলাপে তিনি জাতীয় ঐক্যের পরিবর্তে সংঘাতকে উসকে দিচ্ছেন ৷ সূত্র : প্রথম আলো, ১৩ নভেম্বর ২০০৭, পৃষ্ঠা-১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.