আমাদের কথা খুঁজে নিন

   

অধীনের বিণীত নিবেদন

/

রাত্রি দ্বি-প্রহর, মন খারাপ মৌসুম প্রেমোর্ষি, অবকাশ যাপনের খোলা ছাদ, ভেনাস রাজপ্রাসাদ। বিষয়ঃ অনুরক্তের নৈবদ্য গ্রহনের আবেদন। প্রিয়তম, যে অনন্তর স্রোত নেমে এসেছিল মহাকাল থেকে, হীরকের ফুল ভাসছিল দেবীদের চুল খসে, সেই ভেনাসের বরপুত্রের প্রতি প্রণতি, আমার লুটায়িত অঞ্চল অপরাজিতা নীলকন্ঠের ভার, অ্যান্টনির রণযাত্রায় ক্লিওপেট্রার বিকেল। আপনার ক্ষুদ্র অবকাশ যাপনে আমি স্ফিংসের চোখে তাকিয়ে রই। দুই শালিকের লোভে।

আপনার সৌকর্যমন্ডিত বাগান চিত্রল হরিণী মায়ায় দিবাযামীর তরজমা পাঠ হয়। ভরা আসরে তানসেন। আপনার হাতের তুণ অসাবধানে ছুটে এসে আমায় বিদ্ধ করে দেয়। মমির কারিগররা সাদা ব্যান্ডেজ দিয়ে বাঁধছেন আমায়। আপনি কি আসবেন না ? কৃপাপ্রার্থী দাসীর আঁধার ঘনায়।

শবাধার এল বলে। আপনাকে শেষ দেখবার প্রণতি আমার। অতএব, হে রাজপুত্র, যে প্রেমে আপনি উচ্চাসীন, সিংহল দ্বীপের মুক্তোখচিত কন্ঠহার কন্ঠরুদ্ধ এই নিষ্প্রাণ প্রতিমা আকন্ঠ প্রণয়ে ডোবাতে আপনার স্বর্গস্থান থেকে নেমে মাটির মূর্তির সকাতর চক্ষু মুছে দিলে বড় কৃতার্থ হই। আপনার চির অনুরক্ত শ্বেত মর্মর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.