আমাদের কথা খুঁজে নিন

   

কুন পথে যাবো আমি কুনটা আমার পথ-৩

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

ছুঠবেলা থেইক্যা আমার বিয়া বাড়ীত যাইতে খুবই মজা লাগতো। মজার মজার খানাপিনা হইতো... সুন্দরী ললনারা ব্যর্থ মেকআপ আর সেন্টু লাগাইয়া আইতো। আহারে কি মজা হইত... গান বাজনা হইত। খানাপিনা শেষ কইরা একটা ঠেকুর মারতে মজাই লাগত, আর মাইয়ার পিছে পিছে মাংসলোভী কুত্তার মত ছুটতাম। হে হে হে ।

যাই হোক যা কইতাছিলাম। বন্ধু হিরনের মামার বিআত গেছিলাম। অনেক পুরান কতা। তার মামা দেকতে খুবই হেনসাম। লম্পা, ভালই ফিগার...।

গ্যারামে বিয়াটা হইতাছিল বইলা তেমুন কুনো সুন্দরী মাইয়া পাইলাম না। সবাই ফাউডার মাইক্যা আইয়া একবারে গদগদ হইয়া ছবি তুলবার পোছ দিতাছিল। যাই হোক আমি আজাইরা ঘুর ঘুর করতাছিলাম। হঠাত কইরা দেহি দুলা গায়েব। এইহানে দেহি সবাই মাইয়াগো বাড়ীত যাইবার লাইগা ব্যস্ত আর দুলারে খুজতাছে।

হিরন আমারে কইল মামারে দেকছোস? আমি কইলাম না। হে কইলো একটু খুজবি। আমি একবারে বীরের মত মামুরে খুজবার বাইর হইলাম। গ্যারামের বাড়ী সবদিকে জঙ্গল, কোন দিকে যামু... হঠাত মুতে ধরছে... চিপা খুজতে লাগলাম। একটা সেফ চিপা পাইলাম।

যেই না প্যান্ট খুইলা ওয়াটার সাপ্লাই দিমু... তহনি দেহি উহ আহ... মাগো .... আ... আ... এই সব উওজক শব্দ কানে আইলো। পাইন্ড আউট করতে লাগলাম, উমা দেহি হিরইন্নার মামা উপরে আর তলে কেড্যা আছিল তা দেকলাম না। ছি ছি.... যা করলো.... ব্যাডা একটু পরে যাইব বিয়া করতে এহনি এইসব প্যাকটিস করতাছে.... কাম সাইরা উঠতেই আমার লগে চোকাচুকি হইল। দুইজনাই লজ্জায় শেষ... ওই দিক থেইক্যা হিরইন্না ডাকতাছে ওই মামারে পাইছোস নি কেউ। আমি মুক খুইল্লা আওয়াচ দিতে গেছি ওমনি মামা আমার মুক চাপ দিয়া পকেট থেইক্যা কি জানি বাইর কইরা আমার শার্টের পকেটে দিল, কইলো মামু কেউ যেন না জানে... পিলিজ... আমার ও মুকটা একদম বন্ধ হইয়া গ্যাছে... কি দিছে হেইডা ভাইব্বা না উনার এহেন কম্ম দেইক্যা।

শার্টের পকেট চেক করতেই আমার চক্কু এক্কেরে হিরইন্নাগো তালগাছে উইঠা গ্যাছে... সব খালি পাচঁশ ট্যাকার নোট... হায় হায় হে হে কি মজা... গুইনা শেষ করবার পারতাছিনা... শেষ মেষ গুইনা শেষ দিছি... ৭৫০০ ট্যাকা.... হে হে হা হা হা। * বাসর রাইতে ডুকবার আগে মামুরে জিগাইলাম মামীরে কমুনি মামা? মামারতো ঘাম বাইর হইবার দিশা... কইল ভাইগন্না সব ত তোমারে দিয়া দিছি, আরো লুক বাকি আছে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।