আমাদের কথা খুঁজে নিন

   

ভিসতাতে বাংলা ফন্ট সমস্যার আপাত: সমাধান

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

ভিসতা তে ফন্ট সম্পর্কিত সমস্যা নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। অনেকেই সমাধান দেখিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। পরে অনেক ইন্টারনেট ঘেটে নিজেই একটি সমাধান পেয়েছি। অ্যাডমিনিষ্ট্রাটর হলেও বৃন্দা মোছা যায়না।

অনেক চেষ্টা করেও পারিনি। তাই রেজিষ্ট্রতে গিয়ে ‚বৃন্দাকে‘ই নিজের পছন্দসই ফন্ট ‚রূপালী‘ করে দিয়েছি। নীচের লাইনগুলো একটি ফাইলে লিখে ফাইলটি যে কোন নামে save করুন, যার extention reg থাকবে। explorer এ গিয়ে ডাবলক্লিক করলেই আপনি এমনি এক অপশন পাবেন, যাতে রেজিষ্ট্র ভ্যালু ওভাররাইট করা যায়। সেটি করলেই “বৃন্দা” “রূপালীর” মতো সুন্দরী হয়ে যাবে।

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Fonts] "Vrinda (TrueType)"="Rupali_01-02-2007_0.ttf" [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\FontSubstitutes] "Vrinda"="Rupali" অর্থাৎ আপনি Vrinda তে লিখলেও তা রুপালী হয়ে যাবে। আপাতত: আমার দেয়া এটাই সমধান। আপনি আপনার পছন্দসই ফন্ট বেছে তার নামটি ঠিক করে লিখবেন। যেমন আমার বেলায় Rupali_01-02-2007_0.ttf লিখেছি। তবে পুরো কাজটি খুব সাবধানে করতে হবে, কারণ রেজিষ্ট্রতে হাত দেয়া খুব নিরাপদ পথ নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।