আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধাহীন অভিব্যক্তি আমার

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

জলের দিকে তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। অন্তরীক্ষে যেনো একটা বাঁশি বাজছে। এখন আর কিছুই মনে পড়ে না। সুন্দর এই পৃথিবী। দুর্লভ এই মানব জন্ম।

। আজ পর্যন্ত যাকিছু- যতকিছু দেখেছি, তার মাঝে তুমিই যাকে আমি সর্বক্ষণ দেখতে চাই। আমি জানি না অন্যেরা কেমন করে ভালোবাসে কিংবা ভালোবাসতো অতীতে। আমি বেঁচে আছি, তোমাকে দেখছি, ভালোবাসছি। ভালোবাসার মাঝে ডুবে থাকাই যে আমার স্বভাব।

। একাকী পথ চলায় কোনো ক্ষোভ নেই। এ পথের ঠিকানা কোথায় কেউ জানে না। বেহালায় মলিন সুর ভেসে আসে- এ পথের শেষ কোথায়... অবুঝ মন আমার বলে ওঠে- "জানো নীল আকাশটাতে যখন টুকরো টুকরো শুভ্র মেঘের দল ঘুরে বেড়ায়, তখন আকাশ সবচেয়ে সুন্দর"। হাহাকার করে ওঠে ভিতরে কে যেনো; বলে- "জানি, শুধু আমার ভেসে বেড়ানো মেঘগুলো অভিমান করে বৃষ্টি হয়, অতঃপর অঝোর ধারায় ঝরে পড়ে"।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।