আমাদের কথা খুঁজে নিন

   

কালপুরুষ

কিচ্ছু বুঝি না

এই লেখাটা আমি লিখতে চাইনি। অনেক বার চিন্তা করেছি কি দরকার নিজেকে এইসব বির্তকে জরিয়ে, ব্লগে ভাল মানুষ হয়ে সব কিছু থেকে গা বাঁচিয়ে চলি, এইতো ভাল। কিন্তু কেন জানি নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছিল, কোনকিছু ভাল লাগছিল না। অবশ্য নিজের এই অস্থিরতার প্রসঙ্গিক একটি কারন আছে। সে প্রসঙ্গে যাবার আগে একটি ছোট্ট গল্প বলে নেই।

তখন বয়স কতই আর, ক্লাস ফাইভ, সিক্সে পড়ি। আমাদের পাসের বাসায় থাকতো হাসিব ভাই। ছাত্র ইউনিয়ন করেন, তুখোর নেতা। তার কাছেই শুনতাম সমাজ বদলের কথা। বয়স তখন আমার অল্প, হাসিব ভাইয়ের কথা শুনে চোখে তখন আমার সুষম বন্টন সমাজের স্বপ্ন।

বুঝি আর না বুঝি দিনরাত মার্কস-এঙ্গেলস নিয়ে দৌড়া দৌড়ি। অবস্থা এমন দাঁড়ালো যে, কিছু জমি জিরাত ছিল বলে নিজের বাপকেও শ্রেণী শত্রু মনে করতাম। সামনে আদর্শ হাসিব ভাই, তাই আমার বাসায় তার অবাধ যাতায়াত। তার পরের কাহিনী করুন, একদিন আমার খোজে হাসিব ভাই আমার বাসায় আসে কিন্তু আমি বাসায় ছিলাম না। তারপর থেকেই নাকি আমারদের ক্যাসেট প্লেয়ার নাকি পাওয়া যাচ্ছে না।

পরে ক্যাসেট প্লেয়ার সহ হাসিব ভাই ধ্রুত এবং একটি আদর্শের মৃত্যু। এই গল্পটা বলার পিছনে কারণ হল, আজ এই ব্লগে যাদের আদর্শ মনে করি তাদের কিছু দু:খজনক কিছু আচরণ। কদিন ধরে খেয়াল করছি কালপুরুষদা কে নিয়ে কিছু ব্যঙ্গাত্বক লেখা লেখা হচ্ছে। ওনার অপরাধটা কি? উনি সব মেয়েদের ব্লগে যেয়ে কমেন্ট করে তাই? যেখানে অনেক ব্লগারের কুরুচিপূর্ন কথায় কোন মেয়ে ব্লগার এখানে থাকতে পারেন না সেখানে উনি সব মেয়ে ব্লগারদের লেখায় উতসাহিত করছে, এটাই ওনার অপরাধ? তার যদি কোন খারাপ উদ্দেশ্য থাকে তাহলে আমারতো মনে হয় কোন ছেলের আগে কোন মেয়েই তা আগে বুঝতে পরবে। আজ পর্যন্ত কোন মেয়ে ব্লগারকে তো তার বিরুদ্ধে অভিযোগ করতে দেখিনি।

তাকেও তো কোনদিন কারো বিরুদ্ধে লাগতে দেখিনি তাহলে আমাদের এইসবের মানে কি? নাকি আমরা যতই আদর্শের কথা বলি আমাদের ভিতরে র‌য়েছে একটা বিকৃত মন? (সবাই দলে দলে ১ দিয়া যান। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।