আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বরের সম্মুখে মেটামরফসিস প্রার্থী জনৈক অপুরুষ

ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে ।রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।

মানুষের মনগুলো, কাস্পিয়ান উপকূলবর্তী তীব্র নোনা বাতাসের মত কর্কশ, রংহীন মরচে পরা ভাড়ার ঘরের সর্বনিম্ন স্তরে পরে থাকা ফাটা টিন, পশ্চিম রণাঙ্গনে গুলিবিদ্ধ স্পন্দিত হৃদপিন্ড,এইসকল অন্ধজাত শব্দগুচ্ছই মানুষের মনের জ্বলজ্যান্ত উপমা । আকাল ছিলো,বিস্ফোরন্মুখ নীল রং এর,কিন্তু নীল তো...... বায়বীয় সামাজিক অসুস্থতা আর তথাকথিত নাগরিক মূল্যবোধ, পচে পচে এখন কেরু এন্ড দর্শনার ৭৫০ টাকার হুইস্কি! গিলছি সামাজিক মদ,গোগ্রাসে,মলমুত্রের স্তর,চামড়ার উপর । এইসব ফাটা রাস্তার পথযাত্রী,ধোয়াটে রিকশা, অথবা পদব্রজে আমি । চোখ হারিয়েছি বিশুষ্ক বায়ুমন্ডলে,ঐতিহসিক কালে । আকাশের নীল রং, মানবীর শরীর গলে পড়ত, সিয়েরা ব্ল্যান্কের কঙ্কালসার সোনা রং বৃষ্টির মত শব্দ করত । এখন তাই সব শব্দহীন, অস্থির অপেক্ষায় আছি মেটামরফসিস এর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।