আমাদের কথা খুঁজে নিন

   

নিস্ক্রিয় কপি পেষ্ট (ভাইরাস::ভাইরাস)

আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........

গত পরশু রাতে এক মহা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আসার পিসি-র কপি-পেষ্ট নিস্ক্রিয় হয়ে গিয়েছিল। আমি ভয়ে একদম শেষ। ব্যাপারটা সবার সাথে শেয়ার করছি।

গত পরশু রাতে এক বন্ধু তার মেমরী কার্ড রিডার সহ দিয়ে একটি গান চাইল। অনেকদিন ঘুরানোর পর সেদিন আর না করতে পারলাম না। মেমরী কার্ড রিডার ইউএসবি তে ঢুকাতেই অটো রান হয়ে খুলে গেল। গানটা কপি করে পেষ্ট করব ভাবছিলাম। কিন্তু কিছুতেই পেষ্ট হলো না।

আমার এন্টিভাইরাসটি ধরতে পারলনা ভাইরাসটিকে। (আম্মাআআ) কোন মতে সেন্ড করে পাঠালাম। এরপর দেখি আমার কম্পিউটারের কপি-পেষ্ট নিস্ক্রিয় হয়ে গেল এবং মাউস পয়েন্টার অনবরত ব্লিংক করতে থাকলো। নেটে অনেকের কাছেই জানালাম ব্যাপারটা। সবাই বলল ভাইরাস।

মনটা খুবই খারাপ হয়ে গেল। যেহেতু এন্টিভাইরাসটি কাজ করেনি তাই ভাবলাম 'সি' ড্রাইভটা ফরমেট করে ওএস নতুন করে সেটাপ করি । করলাম কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এরপর অন্য একটি এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করে ভাইরাস গুলোকে ডিলিট করে ফেল্লাম। এখন সুন্দর কপি পেষ্ট হচ্ছে।

এ ব্যাপারে আমাকে সাহায্য করেছেন, ত্রিভূজ ভাই, অপু ভাই ও রনি ভাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।