আমাদের কথা খুঁজে নিন

   

হান্নান শাহ কারাগারে ও কিছু কথা...

সুন্দর সমর

বাংলাদের বর্তমান সরকারের 'নিরপেক্ষতা' আমাদের 'মুগ্ধ' করেছে। কেবল কিছু নাদান জরুরী অবস্থা হান্টারের বাড়ির ভয় না কইর‌্যা সত্য কথা কইয়া ফালায়। তাদের নিয়েই যত মুশকিল। সরকার তার অনুগত ভৃত্যু মহান 'নির্বাচন-কমিশন'(মানে নির্বাচনের জন্য যারা কমিশন খায়, মধ্যপদলোপী কর্মধারায় সমাস হইলেও হতে পারে, না হইলেও 'দু:খিত' নই। )দিয়া বিএনপির চামচাগোরে আলোচনায় তলব করছে।

তাতেই নাদান লোকজন খেইপ্যা গ্যাছে। জিয়ার মাজারে ফুল দিতে যাইয়া হেরা বেবাক 'ফুল' বইন্যা গেছে। আর হান্নান শাহ মরদের ব্যাটার মত কিছু কথা কইছে। ওম্নি গায়ে ফোসকা পড়ছে মহান সেনা-মদদপ্রাপ্ত বেসরকারী মার্শাল ল ওয়ালাদের গায়ে। মাত্র কয়েকটা কথায় এমন প্রতিক্রিয়া দেইখ্যা খোদ সরকারের লোকজন ভির্মি খাইছে।

তাইলে দলে দলে মানুষ নামলে 'নাফ নদীর বানের লাগান' তহন হালায় করুম কি? ওই দিকে দেখেন দ্রব্যমূল্যের 'দাম' কিন্তু বাড়তাছে। তার মানে আগে কাগজওলারা যে সিন্ডিকেটের কথা কইত, এহনও তারা আছে। এবং কারো কারো পকেটে বইস্যা রইছে। কাগজওলারা এই জন্য কথা কইতে সাহস পায় না। কাজেই মানুষ চেতে ওঠার হকল কিছু জমা হইয়া রইছে।

কাজেই সত্য কথা বেকুবের মতো কওয়ার জন্য হান্নান শাহকে গ্রেফতার করব তো করব কি? তার জেল হইয়্যা যেতে পারে, কিন্তু ইতিহাসের চাক্কা ত থাইমা যাইব না। চামচা সাইফুর - সামনে কঠিন দিন এবং অন্দকার রাইত হা কইরা রইছে। রসুন বোনার কাজ চলছে এবং চলবে। আর নতুন সূর্য উঠবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.