আমাদের কথা খুঁজে নিন

   

মাতাল,আমি,আমি,মাতাল

ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে ।রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।

রাতে,যখন,কালো,চারদিক,দৃষ্টিবাধাপ্রাপ্ত, কালোর,মত,চিরায়ত,কালো,অন্ধশাপশাপান্ত, শব্দহীন,চিত্কার,নৈ:শব্দের,ঝনঝনশব্দ,মাতাল, আমি,তুমি,তুমি,আমি,মাতাল, পাগলামী,রাতের, স্মৃতির,সাথে, ভালোবাসি,ভালোবাসি,তুমি,তোমাকে, চুমু,আলো,বিপন্নহৃদস্পন্দন,ঝিকঝিক,ঝিনঝিন, মেরুদন্ড,দুইপা,ছেড়াচুল,ঘাম,দহন,আগুন,অন্তরীন, বিস্ফোরণ,আমি,তুমি,তুমি,আমি, ভালোবাসি,ভালোবাসি,রাত,পাগলামী, ভালোবাসাগুলো "কমার" বৃত্ত ভেঙ্গে ছিড়ে, কবিতা হয়ে চুইয়ে চুইয়ে রক্তে মেশে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।