আমাদের কথা খুঁজে নিন

   

প্রবলেম মনে করলেই সমস্যা, সমস্যা মনে না করলে প্রবলেম না।

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

শিরোনাম পড়ে কি কেউ ভাবছেন, কি লিখছে এসব, উল্টা পাল্টা , দুর ছাই!!! হয়তো ভাবতে পারেন কিংবা নিশ্চয়ই ভাবতে পারেন। কারন স্বাধীনভাবে ভাবার অধিকার সবারই আছে। তবে আমি শুধু বিনীতভাবে এই কথার পিছনে আমার একটি যক্তি তুলে ধরবো। যার মাধ্যমে স্পষ্ট হবে জটিল সমস্যাকে অনতিক্রম্য সমস্যা ভেবে হাত পা গুটিয়ে বসে থাকলে তা বুদ্ধিমানের কাজ নয়। বরংচ সমস্যাকে অন্যভাবে মোকাবেলা করা যেতে পারে।

আলবেয়ার কামুর কালজয়ী উপন্যাস দ্য প্লেগ যাদের পড়া আছে তারা নিশ্চয়ই উপন্যাসের সাংবাদিক চরিত্র র্যাঁবেয়াকে ভুলে যাননি! স্ত্রীকে প্যারিসে রেখে বেচারা গিয়েছিল আলজেরিয়ার উপকুলে অবস্থিত ওরাওঁ শহরে। সেখানে গিয়েই বেচারা সমস্যায় মানে প্রবলেমে পড়ে। কারণ ওরাওঁ শহরটি মহামারী প্লেগে আক্রান্ত হয়। নগরের কর্তৃপক্ষ সেজন্যই বন্ধ করে দেয় শহরটির মুলগেট। র্যাঁবেয়া ফিরে যেতে পারে না প্যারিসে।

বেচারা প্রথমদিকে এ বিষয়টিকে মারাত্বক সমস্যা হসেবে ধরে নিয়েছিল। এর ফলে শহর থেকে পালানোর নানা ধরনের চেষ্টা চালায় সে। এক পর্যায়ে র্যাঁবেয়া বুঝতে সমস্যার অন্য দিক উপলব্ধি করতে পারে। শহর থেকে পালানোর চিন্তা বাদ দিয়ে সে ডাক্তার রিও-এর সাথে রোগীদের সাহায্যের কাজে লেগে পড়ে। তার সমস্যার মাত্রিকতা অন্যদিকে মোড় নেয়।

দ্য প্লেগের এই বিষয়টি টানার উদ্দেশ্য হলো সমস্যকে অনতিক্রম্য মনে না করে যে অন্য মাত্রিকতায় স্থান দেয় যায় তা বুঝিয়ে দেয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.