আমাদের কথা খুঁজে নিন

   

ইটালী প্রবাসী বন্ধু শিপনকে একটি চিঠি

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

প্রিয় বন্ধু, বন্ধুতুমি প্রবাসে বেসেও বাস কর হৃদয়ে । তোমার ভাবনায় জড়ানো দেশের চিন্তা আমায় বারং বারং আবেগি করে তোলে। এতটা ভাল মানুষ কি করে হতে পারে? তুমি বিত্তের সাগরে অবাধ যৌনতার কোল ঘেষেও ছুয়েঁ দেখনা সেই সংস্কৃতি, তুমি বারং বার জিজ্ঞেস কর দেশের খবর কি? দেশের খবর বল? আমি নিশ্চুপ থাকি। আমি কি বলার অধিকার রাখি, তোমায়? দেশে কি হয় তা শুধু সম্পাদকের কলম কাট-ছাটের পর পক্ষ-বিপক্ষের পদ্য ছাপায়, আমি টাকা দিয়ে সেই সত্য-মিথ্যে সংবাদ পড়ি, যা তোমায় বলার নয়, যা তোমায় বলার নয়, বদমান, পক্ষপাত, দূর্নাম, আক্রমন এছাড়া দেশের কোন খবর নাই। এক অপরে খিস্তা-খিস্তি।

সোনা জড়ানো স্বপ্নগুলো কেমন জানি কয়লা পোড়া ছাই। বন্ধু শুধু, তোমার কষ্ট আমায় স্পর্শ করে। তুমি ফোনে কাঁদো, সবুজ মাঠের কথা বল? সে পুকুর পাড়ে ক্রিকেট খেলায় যে আনন্দ তুমি তা আজও ভোলনি? অথচ দেখ, আমি দেশে থেকেও তা প্রায় ভুলেই গিয়েছিলাম। বন্ধু তুমি সবাইকে নিয়ে ভাব দেশের উপকারে তোমায় ছুটির রাতগুলো ফোনে ফোনে কেটে যায়। তুমি সুখগুলো মুখে অবজ্ঞা দিয়ে সারা সপ্তাহ গরু খাটুনি দাও।

তারপর টাকা গুলো চালান কর দেশে। তুমি নিজে থাক, না জানি কোন বেসে। বল না। শুধু বল, তোর কিছু লাগবে? আমি নিশ্চুপ থাকি। আমি কি বলার অধিকার রাখি, তোমায়? জানি বন্ধত্বের যে দাবি তুমি তোল তা আমার মনকে হার মানায়।

কারন দেশে বেসেও আমি তোমায় সেভাবে ভাবতে পারিনা, এটা ব্যর্থতা আমার। তুমি জিজ্ঞাসো, কিরে তোর চাকরির খবর কি? টাকা লাগবে? আমি নিশ্চুপ থাকি? শুধ্ইু তোমার ভাবনাগুলোকে ছুঁতে চাই। ভাবি এতটা ভাল, মানুষ কি করে হয়?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।